ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

রোহিঙ্গাদের জন্য ভয়াবহ পাহাড় কাটা বন্ধে আজ বুধবার মানববন্ধন

বার্তা পরিবেশক:

উখিয়া উপজেলার টিলায় আশ্রিত রোহিঙ্গাদের নতুন করে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য ভয়াবহ পাহাড় কাটা হচ্ছে। প্রতিদিন অর্ধশত স্ক্রেভেটর দিয়ে হাজার হাজার রোহিঙ্গা শ্রমিক নিয়োজিত রয়েছে পাহাড় কাটায়। লাখো গাছ করা হয়েছে কর্তন। সুউচ্চ পাহাড় কেটে ৩ থেকে ৫ স্তরে তৈরি করা হচ্ছে প্লট। উখিয়া-টেকনাফের পাহাড়ের প্রায় ৮ হাজার একর বনাঞ্চল ইতিমধ্যে মরুভুমিতে পরিণত হয়েছে। এখন নতুন করে পুরো পাহাড় মরুভূমিতে পরিণত করার মিশনে নেমেছে রোহিঙ্গাদের লালন পালনকারি বিভিন্ন এনজিও। আগে টিলায় যেসব রোহিঙ্গারা ছিল তাদেরকে নিরাপদ আশ্রয়ের নামে উচু পাহাড়ে নেয়া হচ্ছে। তাও পাহাড় কেটে তাদের আশ্রয় দেয়া হবে। এতে পাহাড়ের আশ্রয়ের জন্য যাদের নেয়া হবে তাদের জীবন ঝুঁকি বেড়ে গেছে অন্যদিকে ইনানী এলাকার পাহাড়সহ পুরো বনভুমি বিরানভুমিতে পরিনত হবে। এই অবস্থায় রোহিঙ্গাদের পাহাড়ে স্থানানন্তর না করে সমভূমি বা অন্যত্র নিরাপদ আশ্রয়ে নেয়া প্রয়োজন।

রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে নেয়ার নামে ভয়াবহ পাহাড় কাটা বন্ধ করার দাবিতে আজ বুধবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে সকল সচেতন নাগরিক ও পরিবেশবাদীদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু ও সাধারণ সম্পাদক আজমল হুদা।

পাঠকের মতামত: