ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রোদে শুকানো হচ্ছিল ৪০ হাজার ইয়াবা কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি ::  কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারচড়া এলাকার একটি বাড়ির পেছনে রোদে শুকানোর সময় প্রায় ৪০ হাজার পিস ভেজা ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে কাউন্সিলর মিজানের বাড়ির পার্শ্ববর্তী আলতাজের ভাড়া বাসা থেকে ইয়াবাগুলো উদ্ধারকালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে স্থানীয় দুই জনপ্রতিনিধির নেতৃত্বে বিক্ষুব্দ এলাকাবাসী ঘেরাও করে দুই মাদক কারবারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। আটক দুইজন হলো-স্থানীয় নুরুল ইসলামের ছেলে শেখ আহাম্মদ প্রকাশ শেইক্কা এবং আলতাজের ভাড়াটিয়া মো ইউনুস প্রকাশ বার্মাইয়া ইউনুছ।
ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন। তিনি বলেন-পুলিশ অভিযান চালিয়ে কিছু ভেজা ইয়াবা উদ্ধার করেছে। এর কয়েক ঘন্টা পর এলাকার জনপ্রতিনিধিরা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে উদ্ধার ইয়াবাগুলো ভেজা থাকায় এখনও গণনা করা সম্ভব হয়নি। সেগুলো ভালভাবে শুকানোর পরই গুণে দেখা হবে বলে জানান ওসি। কক্সবাজার পৌরসভার প্যানেল চেয়ারম্যান স্থানীয় বাসিন্দা শাহানা আকতার পাখি জানান, আলতাজের ভাড়া বাসার ভাড়াটিয়া বার্মাইয়া ইউনুছের নেতৃত্বে একটি সিন্ডিকেট স্থানীয় কাউন্সিলর মিজানের বাড়ির পার্শ্ববর্তী আলতাজের ভাড়া বাসাকে ঘিরে একটি গোপন ইয়াবা নেটওয়ার্ক গড়ে তুলে। সম্ভবত এই সিন্ডিকেটের কিছু ইয়াবা পরিবহনকালে পানিতে ভিজে যায়। সেই ভেজা ইয়াবাগুলোই শনিবার সকালে রোদে শুকানোর সময় প্রতিবেশীদের নজরে আসে। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

পাঠকের মতামত: