ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন ১৩টি অটোরিক্সার বিরুদ্ধে মামলা, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার শহরের কলাতলী মোড়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেচ মাখন চন্দ্র সূত্রধর ও সাদিয়া সুলতানা।
এসময় ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন ১৩টি সিএনজি অটোরিক্সা বিরুদ্ধে মামলা করা হয়। এসব গাড়ি থেকে নগদ ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ ইন্সপেক্টর আরিফুল ইসলাম।
এছাড়া অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, ফিটনেসবিহীন অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: