নীতিশ বড়ুয়া, রামু ::
রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর মধ্য দিয়ে রামুর বীর মুক্তিযোদ্ধা বিন্টু মোহন বড়–য়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (১৫ আগস্ট) বিকাল ৩ টায় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়–য়া পাড়ার স্বধম্মোদ্বয় বৌদ্ধ বিহারে প্রয়াত মুক্তিযোদ্ধা বিন্টু মোহন বড়–য়াকে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদের পতাকা ঢেকে দিয়ে ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এ সম্মান জানানো হয়। এ সময় ফুলেল শ্রদ্ধা ও সশস্ত্র সালাম জানান, কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা ও রামু থানার একদল পুলিশ। পরে সংক্ষিপ্ত সভায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা বিন্টু মোহন বড়–য়া দেশের স্বাধীনতা সংগ্রামে যেমন অবদান রেখেছেন, তেমনি আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে ও সমাজ বিনির্মানে অবদান রেখে গেছেন। তাঁর স্মৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব্য। বিন্টুমোহন বড়–য়া ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ সমাজ সেবক। এমপি কমল মুক্তিযোদ্ধা বিন্টু মোহন বড়–য়ার পারলৌকিক শান্তি কামনা করেছেন। সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজাকুলের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল হক চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রনধীর বড়–য়া, রাজারকুলের চেয়ারম্যান মুফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া।
এর আগে মুক্তিযোদ্ধা বিন্টু মোহন বড়–য়ার পারলৌকিক শান্তি কামনায় অনুষ্ঠিত মহাসংঘদানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম কুশাঙ্গের পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনানন্দ মহাথের। ধর্মদান করেন, উখিয়া পাতাবাড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথের, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন থের, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলমিত্র থের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের আবাসিক ও কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু, রাজারকুল স্বধম্মোদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবিনয় ভিক্ষু প্রমুখ।
রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা বিন্টু মোহন বড়–য়া গত মঙ্গলবার (১৪ আগষ্ট) বেলা ১২টা ৫০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পূর্ব রাজারকুল বড়–য়ার পাড়ার ঐতিহ্যবাহি মহাজন পরিবারের প্রয়াত উপেন্দ্র লাল বড়–য়ার প্রথম সন্তান ও বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়ার বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
পাঠকের মতামত: