ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

রামু সেনানিবাসে ৬টি ইউনিটকে রেজিমেন্ট কালার প্রদান

এম.এ আজিজ রাসেল ::  রামু সেনানিবাসের অধীনস্থ ৬, ৯ ও ২৭ ফিল্ড রেজিমেন্ট অর্টিলারি, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১৩, ১৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রধান করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে রেজিমেন্ট কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেবাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিওসি ১০ পদাতিক ডিভিশনের কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী। প্রধান অতিথি সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে মাতৃভূমির অখন্ডতা রক্ষা ও জাতীয় যে কোন প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। সেনা প্রধান আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ও প্রশংসনীয় কার্যক্রমের মাধ্যমে রেজিমেন্টসমূহ কালার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এটি একটি বিরল সম্মান ও পবিত্র আমানত। তিনি আশা প্রকাশ করেন, কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম, এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত রেজিমেন্ট কালার এর মর্যাদা এবং সেনাবাহিনীর প্রতি জাতির আস্থা অটুট রাখার জন্য যে কোন ত্যাগ স্বীকারে ইউনিটসমূহ সর্বদা সচেষ্ট থাকবে।

পরে রেজিমেন্টাল কালার উপলক্ষে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, প্রাক্তণ সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও অসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: