ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রামু প্রেস ক্লাবে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু ::

রামুতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মে) বিকালে রামু প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রামুর সংবাদপত্র এজেন্ট নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারি ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী। এতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

সাংবাদিক সোয়েব সাঈদ এর সঞ্চালনায় মাহফিলে রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পন বড়–য়া, নুরুল ইসলাম সেলিম ও খালেদ শহীদ, সাংবাদিক নীতিশ বড়–য়া, এইচ বি পান্থ, এম আবদুল্লহ আল মামুন, খালেদ হোসেন টাপু, আবুল কাশেম, আল মাহমুদ ভূট্টো, ওবাইদুল হক নোমান বক্তব্য রাখেন। এতে দেশের সমৃদ্ধি, সাংবাদিকদের কল্যাণ ও বিশ্ব উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

পাঠকের মতামত: