ঐতিহ্যবাহি রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদ আজ শুক্রবার (২৬মে) বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৈয়দ আহমদ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত কবির আহমদের বড় ছেলে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি ২স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কাল শনিবার (২৭মে) সকাল দশটায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য সৈয়দ আহমদ ইতিপূর্বে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অবসর নেন। তবে পরবর্তীতে তিনি এ বিদ্যালয়ে স্বেচ্ছায় শিক্ষকতা পেশায় আমৃত্যু নিয়োজিত ছিলেন। প্রবীন ও ত্যাগি এ আদর্শ শিক্ষকের মৃত্যুতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
॥ সাংসদ কমলের শোক ॥
ঐতিহ্যবাহি রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোক বার্তায় সাংসদ কমল বলেন, সৈয়দ আহমদ ছিলেন শিক্ষক সমাজের অহংকার। শিক্ষকতার পাশাপাশি তিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, ব্যবসা, সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিবেদিত করেছিলেন। মৃত্যুর আগপর্যন্তও তিনি শিক্ষকতা পেশাকে ভালোবেসে দায়িত্ব পালন করে গেছেন। নিবেদিতপ্রাণ এ শিক্ষকের ইন্তেকালে রামুবাসী একজন আদর্শ ও ত্যাগী শিক্ষককে হারালো। সৈয়দ আহমদ স্যার আজীবন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, দাতা সদস্য আলহাজ্ব ফরিদুল আলম, শিক্ষানুরাগী সদস্য রফিকুল আলম চৌধুরী, অভিভাবক প্রতিনিধি দর্পণ বড়–য়া, তপন মল্লিক, রমজান আলী, সুরজিত বড়–য়া ক্যালসন, সংরক্ষিত মহিলা সদস্য নিলিমা বড়–য়া, সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, আবদুর রহিম, নুর আহমদ, মো. নুরুল হোছাইন, মৌলানা আবদুর রশিদ, মার্টিন-এ, অর্পিতা চৌধুরী, আবুল কালাম, এনামুল হক, নাজনীন আকতার, সাইফুল ইসলাম, সুপন বড়–য়া, নাসরিন নুর, আরিফ, তাবাচ্ছুম উল হোসনা, মিলিরানী আচার্য্য, সুধা বড়–য়া, রুপক রুদ্র, সারদা রুদ্র, মনু বড়–য়া, শংকর বড়–য়া, কারিগরি বিভাগের শিক্ষক শাহেদ সালাহ উদ্দিন, অরুন দে, নিজাম উদ্দিন, ইমরুল কায়েস, রুপম কুমার দাশ, রমজান আলী, জজ বাহাদুর দে সহ সকল কর্মচারিবৃন্দ।
॥ চৌমুহনী বণিক সমিতির শোক ॥
রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লি. এর সদস্য ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সজল বড়–য়া, সহ সভাপতি রুহুল আমিন রকি, সদস্য আজিজুল হক, আজিজুল হক আজিজ, আবদুল গফুর।
॥ প্রজন্ম ৯৫॥
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, এসএসসি ৯৫ ব্যাচের সংগঠন প্রজন্ম ৯৫ এর সভাপতি ফয়সাল ওবাইদ রুমেল, সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোর্শেদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ আদর্শ শিক্ষক সৈয়দ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঠকের মতামত: