ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রামু কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

রামু প্রতিনিধি :: রামু কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় রামু উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, উখিয়া উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা মোকতার আহমদ।

এসময় রামু কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ আয়োজক কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর কাশেম, সাংবাদিক মাইনুদ্দিন খালেদ, সোয়েব সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।

রামু কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ আয়োজক কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম জানান, পরীক্ষায় রামু উপজেলার ১২টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণি পড়ুয়া ২৬০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তিনি আরো জানান, কাল রবিবার (২২ ডিসেম্বর) বিকাল চারটায় এ পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে।

পাঠকের মতামত: