রামু সংবাদদাতা :: রামুর আলেমেদ্বীন, দক্ষিণ শ্রীকুল জামে মসজিদের খতিব মরহুম মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহর নামাজে জানাজা শুক্রবার (৩ জানুয়ারি) বাদ আছর অফিসেরচর ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসা ময়দানে মরহুমের অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন, জেলার বরেণ্য আলেমেদ্বীন মাওলানা মূফতি মুর্শিদুল আলম চৌধুরী। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুমের ভাই মাষ্টার আবদুর রহিম ও ভাতিজা সাংবাদিক সোয়েব সাঈদ।
মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাতটায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার মরহুম ছিদ্দিক আহমদ সিকদারের ৩য় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার সহ সভাপতি ছিলেন। তিনি ইতিপূর্বে অফিসেরচর ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং অফিসেরচর সিকদারপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিজ্ঞ আলেম, মৃদুভাষী, স্বজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
॥ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক ॥
রামুর বিশিষ্ট আলেমেদ্বীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ফতেখাঁরকুল ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, রামু উপজেলা আহবায়ক মাওলানা হাফেজ আব্দুর রহীম রাহী, যুগ্ম-আহবায়ক মাওলানা জসিম উদ্দীন, মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, মাওলানা হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সভাপতি হাফেজ মোরশেদ ফয়েজ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, অর্থ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা ওবাইদুল্লাহ সহজ, সরল, মৃদুভাষী, রাজনীতি ও সমাজ সচেতন একজন বিজ্ঞ আলিম ছিলেন তিনি। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাথে একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। রামু ফতেখাঁরকুল ইউনিয়ন শাখা নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতিও ছিলেন। নানা প্রতিকুলতা ও ব্যস্ততায় খুব বেশী সক্রিয় থাকতে না পারলেও ঐতিহ্যবাহী এ দলের প্রতি তাঁর দরদ-ভালোবাসা ও আত্মার টান ছিল। সাংগঠনিক খোঁজখবর নিতেন। বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে মজলুম হিসেবেই জীবন যাপন করেছেন, কিন্তু আদর্শ বিচ্যুত হনননি। নেতৃবৃন্দ আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পাঠকের মতামত: