ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রামুর মহিলা মেম্বার ফাতেমা বেগম গ্রেফতার

grepস্টাফ রিপোর্টার, রামু :

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফাতেমা বেগম বুড়িকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সম্প্রতি জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি পাহাড়িয়াপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ওসমান গনি বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ শনিবার (২৫ মার্চ) তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
মামলার বাদি ওসমান গনি জানান, ফাতেমা বেগমের বিরুদ্ধে ভিজিড়ি, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের নামে স্থানীয়র জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। গত ২৫ মার্চ এসবের প্রতিবাদ করায় ইউপি সদস্যা ফাতেমা বেগম ও তার সহযোগিরা ওসমান বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলাকারিরা তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর, ভাংচুর ও লুটপাট চালায়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, ফাতেমা বেগমের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ মামলা (নং ৩৭) হয়েছে। এছাড়াও ফাতেমা বেগমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত: