ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুর দশ ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন

সিখালেদ হোসেন টাপু, রামু :::

কক্সবাজারের রামুর দশটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার ১৬ আগষ্ট সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দু’ধাপে শপথ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু কক্সবাজার সদরের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। ৫ম ও ৬ষ্ঠ ধাপে রামুর ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইনি জটিলতার কারণে খাউয়ারখোপ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা একসাথে শপথ নিতে পারেনি।

দশ চেয়ারম্যানকে কক্সবাজার জেলা প্রশাসক মো.আলী হোসেন এবং ১২০ জন সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যকে শপথ বাক্য পাঠ করান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা কাজী। এসময় রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে শপথ গ্রহন করেন, ঈদগড় ইউপির চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো (আওয়ামীলীগের বিদ্রাহী), গর্জনিয়া ইউপির চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (আওয়ামীলীগের বিদ্রোহী), কচ্ছপিয়া ইউপির চেয়ারম্যান আবু ইসমাঈল মোহাম্মদ নোমান (বিএনপি), রশিদ নগর ইউপির চেয়ারম্যান শাহ আলম (আওয়ামীলীগের বিদ্রোহী), ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান ফরিদুল আলম (আওয়ামীলীগ), জোয়ারিয়ানালা ইউপির চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স (আওয়ামীলীগ), চাকমারকুল ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার (আওয়ামীলীগ), রাজারকুল ইউপির চেয়ারম্যান মুফিজুর রহমান (আওয়ামীলীগের বিদ্রোহী), দক্ষিণ মিঠাছড়ি ইউপির চেয়ারম্যান ইউনুছ ভুট্টো (আওয়ামীলীগের বিদ্রোহী) ও খুনিয়া পালং ইউপির চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ (আওয়ামীলীগ)।

জেলা প্রশাসক মো.আলী হোসেন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দলমতের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন-দায়িত্ব পালনকালে আপনারা কোন অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন না।

সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে শপথ নিলেন যারা :

ঈদগড় ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে শাহ মোঃ মহসিনের স্ত্রী মোহছেনা আক্তার, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে আহাম্মদ সেলিমের স্ত্রী তছলিমা খানম, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মোস্তাক আহমদের স্ত্রী সাহেনা আক্তার, ১ নং সাধারণ ওয়ার্ডে মো.করিমের ছেলে মোহাম্মদ হোছন, ২ নং সাধারণ ওয়ার্ডে মৃত গোলাম বাচ্চুর ছেলে মোহাম্মদ হোছাইন, ৩ নং সাধারণ ওয়ার্ডে মৃত মোঃ দানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম, ৪ নং সাধারণ ওয়ার্ডে আনোয়ার হোছেনের ছেলে মোঃ আলমগীর হোছেন, ৫ নং সাধারণ ওয়ার্ডে মতিয়ার রহমানের ছেলে বদরুজ্জামান, ৬ নং সাধারণ ওয়ার্ডে হাজী ছৈয়দ আহমদের ছেলে আবুল কাশেম, ৭ নং সাধারণ ওয়ার্ডে ছৈয়দ আলমের ছেলে আবুল কালাম, ৮ নং সাধারণ ওয়ার্ডে মৃত মোহাম্মদ হোছেনের ছেলে মনিরুজ্জামান মনির ও ৯ নং সাধারণ ওয়ার্ডে মৃত উলা মিয়ার ছেলে মোঃ শাহ জাহান শপথ নিয়েছেন।

গর্জনিয়া ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহমদুর রহমানের স্ত্রী হাছিনা আক্তার, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মোহাম্মদ তৈয়বের স্ত্রী রেহেনা আক্তার, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মৃত রশিদ আহমদের স্ত্রী অনজুমান আরা, ১ নং সাধারণ ওয়ার্ডে আবদুল হাকিমের ছেলে নুরুল ইসলাম, ২ নং সাধারণ ওয়ার্ডে মৃত আহমদ কবির মাষ্টারের ছেলে আহসান উল্লাহ, ৩ নং সাধারণ ওয়ার্ডে অমির হামজার ছেলে আবদুল জব্বার, ৪ নং সাধারণ ওয়ার্ডে মৃত মোহাম্মদ হোছেনের ছেলে কবির আহমদ, ৫ নং সাধারণ ওয়ার্ডে মৃত ফজল করিম সিকদারের ছেলে আজিজুল হক সিকদার, ৬ নং সাধারণ ওয়ার্ডে মৃত বজল আহমদের ছেলে কামাল হোসেন, ৭ নং সাধারণ ওয়ার্ডে মৃত বশির আহমদের ছেলে মনিরুল আলম, ৮ নং সাধারণ ওয়ার্ডে মৃত আবদুল কাদেরের ছেলে মোঃ নুরুল আলম ও ৯ নং সাধারণ ওয়ার্ডে গোলাম কাদেরের ছেলে মুফিজ আলম শপথ নিয়েছেন।

কচ্ছপিয়া ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে শফিউল আলমের স্ত্রী সাবেকুন নাহার, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মুহাম্মদ ইসমাঈলের স্ত্রী ইয়াছমিন আক্তার, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী তমন্না বেগম, ১ নং সাধারণ ওয়ার্ডে নুর আহমদের ছেলে সাইফুল আলম, ২ নং সাধারণ ওয়ার্ডে পেঠান আলীর ছেলে জয়নাল আবেদীন, ৩ নং সাধারণ ওয়ার্ডে মৃত হাকিম মিয়া সিকদারের ছেলে নুরুল আলম সিকদার, ৪ নং সাধারণ ওয়ার্ডে মৃত কবির আহমদের ছেলে জামাল আহমদ, ৫ নং সাধারণ ওয়ার্ডে মোক্তার আহমদের ছেলে নুরুল আবছার, ৬ নং সাধারণ ওয়ার্ডে মৃত সুলতান আহমদের ছেলে নজির হোছাইন, ৭ নং সাধারণ ওয়ার্ডে সাহাব মিয়ার ছেলে আবুল কালাম, ৮ নং সাধারণ ওয়ার্ডে কালা চাঁনের ছেলে আবু হান্নান ও ৯ নং সাধারণ ওয়ার্ডে ইসহাক খলিলের ছেলে মোহাম্মদ ইউনুছ শপথ নিয়েছেন।

রশিদনগর ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে আবু তাহেরের স্ত্রী রাবেয়া খানম, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মোহাম্মদ রাশেলের স্ত্রী সালমা বেগম, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে নুরুল আলমের স্ত্রী ছেনুয়ারা বেগম, ১ নং সাধারণ ওয়ার্ডে মৃত হেদায়ত আলীর ছেলে নুরুল আলম সিকদার, ২ নং সাধারণ ওয়ার্ডে সুলতান আহমদের ছেলে মজিবুর রহমান, ৩ নং সাধারণ ওয়ার্ডে এজাহার মিয়ার ছেলে মোঃ মোস্তাক আহমদ, ৪ নং সাধারণ ওয়ার্ডে ফরিদ আহমদের ছেলে আবদুল মালেক, ৫ নং সাধারণ ওয়ার্ডে আবদুল করিমের ছেলে আবদুর রহমান, ৬ নং সাধারণ ওয়ার্ডে সিকান্দরের ছেলে আবুল শামা, ৭ নং সাধারণ ওয়ার্ডে আবুল শামার ছেলে বজল আহমদ, ৮ নং সাধারণ ওয়ার্ডে ইছহাক আহমদের ছেলে ফরুক আহমদ ও ৯ নং সাধারণ ওয়ার্ডে আবুল খাইরের ছেলে আব্দুল করিম শপথ নিয়েছেন।

ফতেখাঁরকুল ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে নুরুল আলমের স্ত্রী সাবেকুন নাহার, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে নুরুল আবছারের স্ত্রী নুরুন নাহার, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে গিয়াস উদ্দিনের স্ত্রী রাশেদা খানম, ১ নং সাধারণ ওয়ার্ডে কালু সওদাগরের ছেলে জাফর আলম, ২ নং সাধারণ ওয়ার্ডে মৃত গোলাম কাদেরের ছেলে মোঃ আবুল বশর, ৩ নং সাধারণ ওয়ার্ডে কলিম উল্লাহর ছেলে এস এম মোর্শেদ আলম, ৪ নং সাধারণ ওয়ার্ডে গোলাম ছোবাহানের ছেলে নূর আহমদ, ৫ নং সাধারণ ওয়ার্ডে মবিন্দ্র বড়–য়ার ছেলে সন্তোষ বড়–য়া, ৬ নং সাধারণ ওয়ার্ডে বদর জামানের ছেলে কামাল উদ্দিন, ৭ নং সাধারণ ওয়ার্ডে মৃত মনিন্দ্র মোহন বড়–য়ার ছেলে লিটন বড়–য়া, ৮ নং সাধারণ ওয়ার্ডে সিরাজুল ইসলামের ছেলে রোকন উদ্দিন ও ৯ নং সাধারণ ওয়ার্ডে আমান উল্লাহর ছেলে মোবারক হোসাইন শপথ নিয়েছেন।

চাকমারকুল ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে মৃত অলি উল্লাহর স্ত্রী রোজিনা আক্তার, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে আবু শুক্কুরের স্ত্রী হাছিনা আক্তার, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ইসলামের স্ত্রী সাহিনা বেগম, ১ নং সাধারণ ওয়ার্ডে উচমান গণির ছেলে বেলাল উদ্দিন শাহীন, ২ নং সাধারণ ওয়ার্ডে মৃত মোহাম্মদ কাশেমের ছেলে সাহাব উদ্দিন, ৩ নং সাধারণ ওয়ার্ডে মনির আহমদের ছেলে মোহাম্মদ তাহের, ৪ নং সাধারণ ওয়ার্ডে ছৈয়দ হোসেনের ছেলে মোস্তাক আহমদ, ৫ নং সাধারণ ওয়ার্ডে আবদুল হাই‘র ছেলে মোঃ রহিম উল্লাহ, ৬ নং সাধারণ ওয়ার্ডে আনু মিয়া সিকদারের ছেলে মঈনুল আলম, ৭ নং সাধারণ ওয়ার্ডে নজির আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক, ৮ নং সাধারণ ওয়ার্ডে নজুমদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও ৯ নং সাধারণ ওয়ার্ডে আবু ছিদ্দিকের ছেলে ছৈয়দ নূর শপথ নিয়েছেন।

রাজারকুল ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে সাইফুল ইসলামের স্ত্রী আসমাউল হোছনা, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে সুভাষ শর্মার স্ত্রী আলপনা শর্মা, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে আরন্দ্র বড়–য়ার স্ত্রী আংগুর প্রভা বড়–য়া, ১ নং সাধারণ ওয়ার্ডে আবুল হোছাইনের ছেলে ছৈয়দ নূর হোছাইন, ২ নং সাধারণ ওয়ার্ডে আবদুর রহমানের ছেলে শামসুল আলম, ৩ নং সাধারণ ওয়ার্ডে ছিদ্দিক আহমদের ছেলে ফরিদুল আলম, ৪ নং সাধারণ ওয়ার্ডে মৃত শামশুল আলমের ছেলে সরওয়ার কামাল, ৫ নং সাধারণ ওয়ার্ডে রশিদ আহমদের ছেলে আবদুর রহিম, ৬ নং সাধারণ ওয়ার্ডে মোহাম্মদ ইউছুফের ছেলে আবদুল গফুর, ৭ নং সাধারণ ওয়ার্ডে নজির আহমদের ছেলে সাহাব উদ্দিন, ৮ নং সাধারণ ওয়ার্ডে জামাল হোছেনের ছেলে শহিদুল ইসলাম ও ৯ নং সাধারণ ওয়ার্ডে জ্ঞানেন্দ্র বড়–য়ার ছেলে লিটন বড়–য়া শপথ নিয়েছেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে আলী আহমদের স্ত্রী ফাতেমা বেগম, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে নুরুল আজিমের স্ত্রী তাহেরা আক্তার, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে আমির হোছাইনের স্ত্রী আকতার কহিনুর, ১ নং সাধারণ ওয়ার্ডে মৃত আলী আহমদের ছেলে আবদুস ছালাম আজাদ, ২ নং সাধারণ ওয়ার্ডে মৃত শের আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম, ৩ নং সাধারণ ওয়ার্ডে নুরুল হুদার ছেলে রশিদ মিয়া, ৪ নং সাধারণ ওয়ার্ডে ছৈয়দ হোছনের ছেলে মোঃ আবু তালেব, ৫ নং সাধারণ ওয়ার্ডে জালাল আহমদের ছেলে মিজানুর রহমান রুবেল , ৬ নং সাধারণ ওয়ার্ডে আবদুর রহমানের ছেলে মফিজুর রহমান, ৭ নং সাধারণ ওয়ার্ডে মোহাম্মদ সিকান্দরের ছেলে মহলজ্জামান, ৮ নং সাধারণ ওয়ার্ডে মৃত ছৈয়দুজ্জামানের ছেলে জসিমুল ইসলাম ও ৯ নং সাধারণ ওয়ার্ডে মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সোলেমান শপথ নিয়েছেন।

খুনিয়াপালং ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে জাফর আলম চৌধুরীর স্ত্রী মনুয়ারা চৌধুরী, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে নজির আহমদের স্ত্রী সাবেকুন্নাহার, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে বদিউল আলমের স্ত্রী হামিদা বেগম, ১ নং সাধারণ ওয়ার্ডে শামশুল হকের ছেলে আলমগীর, ২ নং সাধারণ ওয়ার্ডে মেহের আলীর ছেলে জানে আলম, ৩ নং সাধারণ ওয়ার্ডে রশিদ আহমদের ছেলে জয়নাল আবেদীন, ৪ নং সাধারণ ওয়ার্ডে মীর কাশেমের ছেলে আবু তাহের, ৫ নং সাধারণ ওয়াডে মোঃ ফেরদৌসের ছেলে যুবলীগনেতা আবদুল্লাহ বিদ্যুৎ, ৬ নং সাধারণ ওয়ার্ডে কালা মিয়ার ছেলে নজির আহমদ, ৭ নং সাধারণ ওয়ার্ডে আশরাফ মিয়ার ছেলে মোস্তাক আহমদ, ৮ নং সাধারণ ওয়ার্ডে মৃত বশির উল্লাহ সওদাগরের ছেলে ছৈয়দ আলম সুলতান ও ৯ নং সাধারণ ওয়ার্ডে আবুল হোছেনের ছেলে কামাল হোছাইন শপথ নিয়েছেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন : এ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে আনচারুল হকের স্ত্রী মিনুর নাহার, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মুহাম্মদ শফির স্ত্রী রাশেদা বেগম, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে শামসুল হুদার স্ত্রী শাকিলা সোলতানা, ১ নং সাধারণ ওয়ার্ডে মৃত জেবল হাকিমের ছেলে মোহাম্মদ হোসাইন, ২ নং সাধারণ ওয়ার্ডে মুহাম্মদ হানিফের ছেলে আজিজুল হক, ৩ নং সাধারণ ওয়ার্ডে মৃত নুরুল ইসলামের ছেলে ফরিদুল আলম, ৪ নং সাধারণ ওয়ার্ডে আহমদ হোছনের ছেলে আবু তাহের, ৫ নং সাধারণ ওয়ার্ডে মৃত ছুরুত আলমের ছেলে মোজাহের মিয়া, ৬ নং সাধারণ ওয়ার্ডে মৃত আলী আহমদের ছেলে মোহাম্মদ খলিল ৭ নং সাধারণ ওয়ার্ডে মোহাম্মদ ইসহাকের ছেলে কলিম উল্লাহ, ৮ নং সাধারণ ওয়ার্ডে মৃত আতাউর রহমানের ছেলে ফরিদুল আলম ও ৯ নং সাধারণ ওয়ার্ডে মোক্তার আহমদের ছেলে আবছার কামাল শপথ নিয়েছেন।

পাঠকের মতামত: