ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

রামুর জোয়ারিয়ানালায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বাড়ি ভস্মীভূত

aguখালেদ হোসেন টাপু, রামু ::

কক্সবাজারের রামুতে ভয়াবহ অগ্নিকা-ে ৫টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক ২০ লক্ষাধিক টাকার বলে স্থানীয় সূত্রে জানিয়েছে। এলাকার প্রত্যক্ষদর্শী জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ডা. হরিপদ শর্মাসহ অপরাপর ভাই ও আত্মীয়-স্বজনের কাঠের বেড়া, টিনের ছাউনি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান দাউদাউ করে জ্বলে উঠে। এদিকে কক্সবাজার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় জনসাধারণ কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে সাংসদ সাইমুম সরওয়ার কমল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, আওয়ামীলীগনেতা মাষ্টার ফরিদ আহমদ, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টোসহ পুলিশ, রাজনৈতিক-সামাজিক জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এদিকে জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাতের বিষয় নিশ্চিত করে বলেন, আগুনে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা হতে পারে বলে তিনি জানান।

পাঠকের মতামত: