ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

রামুর জোয়ারিয়ানালায় বসত ঘরে অগ্নিকান্ড ॥ নিঃস্ব ৩ পরিবার

সোয়েব সাঈদ, রামু ::

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অগ্নিকান্ডে বসত বাড়ি ভষ্মিভূত হয়েছে। এতে ৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (৩১ মার্চ) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত গৃহকর্তারা হলেন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শফি ও মোহাম্মদ ওসমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হলে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চলাচলের পর্যাপ্ত সড়ক না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকান্ডস্থলে পৌঁছতে পারেনি। এ কারনে পুরো বাড়িটি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, আকস্মিক অগ্নিকান্ডে তারা কোন মালামাল রক্ষা করতে পারেননি। এ অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তারা জানাতে পারেননি।

জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন আহমেদ শাহান ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আনছারুল আলম জানান, অগ্নিকান্ডে ৩টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। পরিবারগুলো এমনিতেই দরিদ্র। এখন তারা একেবারেই অসহায় হয়ে পড়েছে। তারা এ পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে আসার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেছেন।

পাঠকের মতামত: