রামু প্রতিনিধি :
রামুর জোয়ারিয়ানালার নন্দাখালী মুরাপাড়ায় নির্বিচারে পাহাড় কাটছেন প্রভাবশালী ব্যবসায়ি বিকে আজম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সত্যতা পেয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
গতকাল বুধবার (৩০ মে) বিকাল সাড়ে চারটায় কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, বিকে আজম নামের এক ব্যক্তি এখানে বেশকিছুদিন ধরে পাহাড় কাটছেন। বিষয়টি জেনে তারা এখানে অভিযান চালিয়েছেন। অভিযানে পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ এবং ২ জন শ্রমিককে আটক করা হয়েছে। পরে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
তিনি আরো জানান, পাহাড় না কাটার জন্য শ্রমিকদের নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী জানিয়েছেন, ব্যবসায়ি বিকে আজম গ্রামবাসীর নিষেধ উপেক্ষা করে পাহাড় কেটে আসছেন। কেউ নিষেধ করলে উল্টো হুমকী দিতেন। এখন পরিবেশ অধিদপ্তরের অভিযানে তাদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। তারা চান পরিবেশ অধিদপ্তরের অভিযান যেন সফল হয় এবং পরিবেশ বিনষ্টকারিরা দৃষ্টান্তমুলক শাস্তি পায়।
পাঠকের মতামত: