রামু প্রতিনিধি ::
চলমান করোনা পরিস্থিতির একদিকে আর্থিক দৈন্যতা, অপরদিকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে মানুষের করুণ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে সাধারণ মানুষের কাছে কমমূল্যে পন্য ক্রয়ের একমাত্র ভরসা টিসিবি’র বিক্রয় কেন্দ্র। কিন্তু রামু উপজেলার চাকমারকুলে টিসিবি’র পন্য বিক্রয় কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি অনিয়মের প্রতিবাদ করায় উল্টো নাজেহাল ও মারধরের শিকার হয়েছেন অনেক ক্রেতা।
জানা গেছে, রামুর কলঘর বাজারে দীর্ঘদিন টিসিবি’র পণ্যে ডিলার হিসেবে পণ্য বিক্রয় করে আসছেন ব্যবসায়ি আমিন উল্লাহ। কিন্তু বাজারের লোকজনের সমাগম বেশী থাকায় পণ্য বিক্রিয় অনিয়ম প্রায়সময় জনসমক্ষে ধরা পড়ে। এ কারণে কৌশলে আমিন উল্লাহ পণ্য বিক্রয় কেন্দ্রটি কয়েকমাস আগে বাজার থেকে সরিয়ে চাকমারকুল মাদ্রাসা গেইট এলাকায় নিয়ে যান। ফলে দূরবর্তী হওয়ায় অনেকে সেখানে গিয়ে পন্য সরবরাহ করতে গিয়ে দূর্ভোগের সম্মুখিন হন।
জানা গেছে- চাকমারকুল ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত টিসিবি’র অধিকাংশ পন্য চলে যায় কালোবাজারে। অনেক ধনাঢ্য ব্যক্তি ন্যায্যমূল্যের এসব পন্য নিয়ম লংঘন করে অতিরিক্ত ক্রয় করেন। ফলে এসব পণ্যের দাবিদার হত-দরিদ্র লোকজন ক্রয়ের সুযোগ বঞ্চিত হচ্ছে।
গত বুধবার সরেজমিন গেলে অনিয়মের চিত্র চোখে পড়ে। লাইনে দাঁড়ানো অনেককে চলে যেতে বলেন ডিলার আমিন উল্লাহ ও তার সহযোগিরা। এসময় এ অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে নাজেহাল হন স্থানীয় বাসিন্দা ওসমান গনি। তিনি দক্ষিণ চাকমারকুল আলী হোছন সিকদার পাড়ার মৃত পিয়ার মোহাম্মদের ছেলে। তিনি জানান-সকাল থেকে লোকজন পন্য ক্রয় করার জন্য দোকানের সামনে যান। কিন্তু ডিলার তাদের পন্য বিক্রি না করে উল্টো হাকাবকা শুরু করেন। এসময় তিনি প্রতিবাদ জানালে তাকে মারধর করে ডিলার আমিন উল্লাহর সহযোগি জসিম উদ্দিন, এবাদুল্লাহ ও এরশাদ উল্লাহ। এসময় তারা পন্য কিনতে আসা মজিবুর রহমান, জসিম উদ্দিন ও রুবেল নামের আরো ৩জনকে মারধর করেন।
এ ঘটনায় রামু উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান ডিলার কর্তৃক নাজেহাল হওয়া ওসমান গনি। তিনি এ ডিলালের অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
ভুক্তভোগীরা জানান- সীমান্তবর্তী হওয়ায় এ ইউনিয়নের পরিবর্তে পাশর্^বর্তী সদর উপজেলার লোকজনও এখানে থেকে পন্য কিনে নিয়ে যান। এমনকি অনেক ব্যবসায়িকে পাইকারিভাবেও পন্য বিক্রি করা হচ্ছে। এছাড়া স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ নুর ডিলার আমিন উল্লাহর চাচাতো ভাই। একারণে ইউপি সদস্য ছৈয়দ নুর নিজের ওয়ার্ডের লোকজনকে অগ্রাধিকার দিয়ে পন্য বিক্রি করেন। এর উদ্দেশ্য আসন্ন নির্বাচনে ছৈয়দ নুর যেন এলাকায় জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু এ অনিয়মের কারণে অন্যান্য ওয়ার্ডের লোকজন এখানে টিসিবি’র পন্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে।
প্রকাশ:
২০২১-০৯-১৯ ১৫:০১:৫৮
আপডেট:২০২১-০৯-১৯ ১৫:০১:৫৮
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পাঠকের মতামত: