নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :: কক্সবাজারের দূর্গম রামুর গর্জনিয়া বাজারে অতিরিক্ত টোল (হাছিল) আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ইজারাদারদের বেপরোয়া আচরণ ও অতিরিক্ত টোল আদায়ে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে অসন্তেুাষ বিরাজ করছে। ফলে যে কোন মূহুর্তে মারামারি -হানাহানির ঘটনা ঘটতে পারে ক্রেতা ও ভোক্তাদের মাঝে। জানা যায়,রামুর পূর্বাঞ্চলের বৃহত্তর এই গর্জনিয়া বাজার বসে প্রতি বৃহস্পতিবার ও সোমবার । এছাড়াও প্রতিদিন নিয়মিত বেচা কেনাও হাটের দিনের আদলে। গত সোমবার দুপুরে এ বাজারটি ঘুরে দেখা গেছে কোন স্থানে টোল আদায়ের মূল্য তালিকার টাঙানো হয়নি। ব্যবসায়ী ও কৃষকরাও একই দাবি করেন তালিকার বিষয়ে। ফলে সাব-ইজারাদাররা যে যার যার মত করে অতিরিক্ত টোল আদায় করছে প্রকাশ্যে। গরু ব্যবসার সাথে জড়িতদের একাধিক ব্যবসায়ী এ প্রতিবেদককে জানান, সাপ্তাহিক ২ দিন অনেক বড় গরুর বাজার বসে এখানে। এখানে ১টি গরু বিক্রি হলে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রেতাকে হাসিল দিতে হয় । আর বিনা কারণে ক্রেতার কাছ থেকেও নেওয়া হয় ৩ থেকে ৫ শত টাকা বা তার অধিক।
অপরদিকে বিগত সময়ে তরি-তরকারী,শুটকি বাজার,কলা বাজার,পান বাজার, মরিচ বাজার,মুরগি ও ছাগল বাজারসহ সব বাজারেই হাছিল আদায়ে মনগড়া পদ্ধতি প্রচলন করে ইজারাদার।
কচ্ছপিয়ার তরকারী বিক্রেতা ইউনুছ ও মাছ ব্যবসায়ী হামিদসহ অনেকেই জানান, গত ২০১৮ সালে বাজার ইজারার মূল্য ছিল ৭২ লক্ষ ৫০ হাজার টাকা। যেটি ছিলো ২০১৭ সালের চেয়ে ৪ গুণ বেশী টাকা। অর্থাৎ ২০১৭ সালের এ বাজারটির ইজারা মূল্য ছিল ২২ লক্ষ টাকা। ২০১৯ সালে ইজারাদাররা সিন্ডিকেট ও কম্প্রমাইজ করে এ ডাক কমিয়ে এনে ৪৪ লক্ষ ৮৪ হাজার টাকায় নামিয়ে আনে। সে হিসেবে বাজারের ইজারার ডাক কমে যায় অনেকটা অর্ধেক। কিন্ত হাছিল নেওয়ার বেলায় আগের মতোই বেশী বেশী আদায় করছে সাব ইজারাদাররা। যার কারণে বাজারে দিন দিন ক্রেতা বিক্রেতার সমাগম যেমন কমছে ঠিক তেমনি ভাবে বর্তমান সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে দিনদিন। এ ভাবে চলতে থাকলে গর্জনিয়া বাজারে যে কোন সময়ে বড় ধরনের মারামারি বা সংঘর্ষ ঘটার আশংকা করছেন ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতারা। ব্যবসায়ী শাহ মাহাম্মদুল্লাহ সাংবাদিকদের জানান, আগের তুলনায় এবছর হাছিল কম নেওয়া কথা শুনে ছিলাম কিন্তু এখনও তারা আগের মত ৩ গুন বেশি হাছিল নিচ্ছে ইজারাদার। স্থানীয় সচেতন মহল বাজারে অতিরিক্ত টোল আদায় বন্ধ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংসহ বাজারে সকল প্রকার পণ্যের হাছিলের মূল্য তালিকা টাঙানোর দাবি তুলেন।
অপর দিকে বাজার ইজারাদার শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, কোন কোন জিনিস থেকে বেশি আবার কোন কোন জিনিস থেকে কম টাকা টোল আদায় করা হচ্ছে। তবে মূল্য তালিকা টাঙ্গানোর বিষয়টি এড়িয়ে যান তিনি। এ ব্যাপারে কথা বলতে রামু উপজেলার নির্বাহী অফিসার লুৎফুর রহমানের কাছ থেকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ:
২০১৯-০৫-১৬ ০৮:৪৩:০৭
আপডেট:২০১৯-০৫-১৬ ০৮:৪৩:০৭
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
পাঠকের মতামত: