ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রামুতে ৩ বছরে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৫০ বছরেও হয়নি

রামুর গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে সাংসদ কমল
maসোয়েব সাঈদ, রামু :::

রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, রামুতে ৩ বছরে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৫০ বছরেও হয়নি। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে রামু উপজেলা একটি মডেল উপজেলায় পরিনত হবে। তিনি বলেন, চির অবহেলিত গর্জনিয়া ইউনিয়নে অচিরে বিদ্যুৎ চালু হবে। শিক্ষাক্ষেত্রেও এ ইউনিয়নে নব দিগন্তের সূচনা হচ্ছে। একসময় গর্জনিয়া ইউনিয়ন শিক্ষা-দীক্ষাসহ সর্বক্ষেত্রে রামুর সবচেয়ে উন্নত এলাকায় রুপ নেবে।

সাংসদ কমল আজ রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা এলাকায় গর্জনীয়া আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় প্রবীন শিক্ষক জয়নাল আবেদিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গর্জনীয়া আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছালামত উল্লাহ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে সদ্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সদস্য শামসুল আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আয়ুব সিকদার, সাবেক মেম্বার রফিক আহমদ ও আবু তাহের, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার, আওয়ামীলীগ নুরুল হক, বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশ, বিদ্যালয়ের উদ্যোক্তা আবদুল আলীম, মাস্টার আবু নছর, থিমছড়ি যুব উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট আনোয়ারুল হাকিম আরফাত, থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম মৌলা, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক লবা কর্মকার, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা তানজিদ, ইকবাল হোসেন, সেলিম প্রমূখ। এরআগে বিদ্যালয়ে পৌঁছে সাংসদ সাইমুম সরওয়ার কমল বিদ্যালয়ের নতুন ভবন ও শিক্ষা কার্যক্রমের ফলক উন্মোচন করেন।

নুরুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে থোয়াংগেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হোসাইন, ধীমান হোসাইন, স্থানীয় প্রবীন শিক্ষক জয়নাল আবেদিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গর্জনীয়া আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, শামীমা ইয়াছমিন, মাওলানা আবদুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলম, অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি সাংসদ সাইমুম সরওয়ার কমল বিদ্যালয়ের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।

এরআগে সাংসদ কমল থিমছড়ি এবতেদায়ি মাদরাসার নবনির্মিত ভবন এবং সন্ধ্যায় গর্জনিয়া জুমছড়ি এলাকায় বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

উল্লেখ্য ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভ করে গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়। অর্থ সংকট, নিজস্ব/স্থায়ী ভবন না থাকা, পৃষ্ঠপোষকতার অভাবে কয়েক বছর স্থবির হয়ে পড়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম। বিদ্যালয়টিকে গতিশীল করতে এগিয়ে আসে এলাকার সর্বস্তুরের জনসাধারণ। এরই অংশ হিসেবে সম্প্রতি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু করে।

পাঠকের মতামত: