ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রামুতে ২৬টি দল নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা ৩ অক্টোবর

অনলাইন ডেস্ক ::  রামু বাঁকখালী নদীতে  নৌকা বাইচ প্রতিযোগিতা ২৬টি দল নিয়ে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে । প্রতিযোগিতা উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে  রামু’র সাংবাদিকের সাথে মতবিনিময় সভায় রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটি’র সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান  ফরিদুল আলম এ তথ্য জানান।
তিনি আরো জানান,  প্রতি বারে’র মত ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে’র সৌজন্যে রামু ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর-রামু আসনের  সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি  বাঁকখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করার জন্য সাংবাদিকসহ সকলে’র সহযোগিতা কামনা করেন।
নৌকা বাইচ পরিচালনা’র কমিটি’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য আবুল বশর জানান , রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতায়  অংশ গ্রহণকারী নৌকা বাইচ দল গুলো হল আশরাফুজ্জামান মাঝি, ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার। আবুল কালাম মেম্বার ও সৈয়দুল হক, জিনেরা ঘোনা, দঃ মিঠাছড়ি, রামু। ভাই ভাই কমিটি, উত্তর ফতেখাঁরকুল, রামু। যৌথ বাহিনী, আশকরখিল, জোয়ারিয়ানালা, রামু। দারুচ্ছালাম, পূর্ব রাজারকুল, রামু। নৌকা বাইচ টীম, নয়াপাড়া, রাজারকুল, রামু। পি.এম. খালী ক্রিড়া সংঘ, মহসনিয়া পাড়া, কক্সবাজার। পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল একতা সংঘ, রামু। মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-১, রামু। নতুন বাহিনী তালেব মেম্বার, নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু। শাহমদের পাড়া একাদশ, উত্তর চাকমারকুল, রামু। ইয়াং টাইগার স্পোটিং ক্লাব, শ্রীমুরা, উত্তর চাকমারকুল, রামু এবং কামাল শামশুদ্দিন প্রিন্স, চেয়ারম্যান, জোয়ারিয়ানালা ইউপি, রামু ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, উত্তর চাকমারকুল যুব উন্নয়ন সংস্থা, চাকমারকুল, রামু, গর্জনিয়া বাকঁখালী একাদশ,পূর্ব বোমাংখিল, গর্জনিয়া, রামু, খোন্দকার পাড়া একতা যুব সমাজ, ফতেখাঁরকুল, রামু। চাকমারকুল, কলঘর বাজার, রামু। নওজোয়ান সমিতি পূর্ব রাজারকুল, রামু। ইদ্রিস মাঝি খেলোয়াড় একাদশ, দেয়াংপাড়া, রাজারকুল, রামু। মোহাম্মদ, অফিসের চর, ফতেখাঁরকুল, রামু। পূর্ব খরুলিয়া স্মৃতি ফলক, ঝিলংজা, কক্সবাজার। লম্বরী পাড়া কমিটি, ফতেখাঁরকুল, রামু। সোনার বাংলা খেলোয়াড় একাদশ, পূর্ব মনিরঝিল, কাউয়ারখোপ, রামু। ভাই ভাই সমিতি, পশ্চিম নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু,মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-২,।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি নীতিশ বড়ুয়া, দৈনিক সমকাল ও দৈনিক রুপসীগ্রাম প্রতিনিধি খালেদ শহীদ, দৈনিক আমাদের সময়, দৈনিক পূর্বদেশ ও দৈনিক কক্সবাজার এর প্রতিনিধি সোয়েব সাঈদ, দৈনিক বাঁকখালী প্রতিনিধি খালেদ হোসেন টাপু, দৈনিক দিন কাল ও কক্সবাজার নিউজ ডটকম প্রতিনিধি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, দৈনিক মানবজমিন ও দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো, দৈনিক হিমছড়ি প্রতিনিধি ওবাইদুল হক নোমান, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক আপনকন্ঠের প্রতিনিধি ও কক্সবাজার খবর টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক হাসান তারেক মুকিম, দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি আবদুল মালেক সিকদার, দৈনিক সমুদ্রকন্ঠের প্রতিনিধি আবুল কাশেম সাগর, উপস্থিত ছিলেন।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর আহমদ, সন্তোষ বড়ুয়া জাফর আলম, রোকন উদ্দিন, কামাল উদ্দিন, লিটন বড়ুয়া ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সচিব নিরোদ বরণ পাল।

পাঠকের মতামত: