ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রামুতে ১২ হাজার ইয়াবা নিয়ে আ’লীগ নেতাসহ আটক ৪

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু ::  রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার মৃত হাজী মকবুল আহমেদের ছেলে চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডর আওয়ামী লীগের সভাপতি শামসুল হক প্রকাশ শামশুর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ১২ হাজার ইয়াবা,পাচারের সময় লোহার পাইপ,অন্যান্য সরঞ্জামসহ ৪ জন কে আটক করেছে রামু থানা পুলিশ।
আটককৃতরা হল চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার মৃত হাজী মকবুল আহমেদের ছেলে শামসুল হক প্রকাশ শামশু, আব্দুল মালেকের ছেল মঞ্জুর আলম, মিরসরাই ১৩ নম্বর মায়ানী সৈয়দ আলী গ্রামের মৃত শাহা জামালের ছেলে শাহাদাত হোসেন, চট্টগ্রাম বন্দর মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মহসিন চৌধুরী।

২০ সেপ্টেম্বর বিকাল ৫ টার থেকে রাত ৮ টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার কক্সবাজার সদর সার্কেল আদিবুল ইসলাম নেতৃত্বে
রামু থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের, তদন্ত ওসি এস,এম, মিজানুর রহমান, এস আই মংচাই,এস আই মামুন, এ এস আই দেলোয়ারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ তার ঘরে হানা দিয়ে শুক্রবার সন্ধ্যায় ইয়াবার চালানসহ তাদেরকে আটক করে।
আটক আওয়ামী লীগ নেতার ঘর থেকে লোহার পাইপসহ নানা রকমের বেশ কিছু পরিমাণ যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে। এসব লোহার বড় পাইপে ইয়াবা ভরে দুই পার্শ্বে লেভেল লাগিয়ে পাইপের ভেতর করেই ইয়াবার চালান পাচারকালে পুলিশ অভিযান চালায়।

রামু থানার অফিসার ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, ঢাকা পাচারের জন্য শামসুল আলমের বাড়ির একটি কক্ষে লোহার পাইপের ভিতরে ইয়াবা ঢুকিয়ে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছিল খবর শুনে অভিযান চালিয়ে আমরা ইয়াবাসহ তাদের কে আটক করি, এব্যাপারে রামু থানায় মাদক দ্রব্য আইনে মামলার করা হয়েছে।

পাঠকের মতামত: