ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রামুতে হাতির আক্রমনে কাঠুরিয়ার মৃত্যু

elephant-600x400_1সোয়েব সাঈদ, রামু :::

কক্সবাজারের রামুতে হাতির আক্রমনে কাঠুরিয়া প্রাণ হারিয়েছেন। নিহত মো. হোসেন (৫০) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর কম্বনিয়া গ্রামের মৃত মো. ইদ্রিস এর ছেলে। গতকাল শনিবার (২ এপ্রিল) সকাল দশটায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন এর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পার্শ্ববর্তী সরকারি বনাঞ্চলে কাঠ সংগ্রহ করতে যান মো. হোসেন। এসময় তিনি একটি বন্যহাতির সামনে পড়ে পালানোর চেষ্টা করেন। ওইসময় হাতিটি তাকে পদপৃষ্ট করলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

রামু থানার এসআই মামুনুর রশিদ নিহত মো. হোসেনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, প্রাথমিক তদন্তে হাতির হামলায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ কারনে ময়নাতদন্ত ছাড়াই মো. হোসেনের মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পাঠকের মতামত: