ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রামুতে সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

সোয়েব সাঈদ ॥  রামুর গর্জনিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত মো. তৈয়ব কালু (৫০) বৃহষ্পতিবার (৬ আগষ্ট) রাত ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি গর্জনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝিরকাটা এলাকার নুর আহমদের ছেলে। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২ আগষ্ট দুপুরে মাঝিরকাটা এলাকায় নিজের কৃষি জমি পরিচর্যা করে বাড়ি ফিরছিলেন। এসময় কেজি স্কুলের সামনে পৌছলে একটি মোটর সাইকেল মো. তৈয়ব প্রকাশ কালুকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নরত এক শিশু ছাত্র মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। দূর্ঘটনার দিনই তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এবং পরে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানিয়েছেন, নিহত মো. তৈয়ব প্রকাশ কালু সৎ, স্বজ্জন, মিষ্টভাষী হিসেবে এলাকা সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত: