ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রামুতে মিনিট্রাক চাপায় প্রাণ হারালো কিশোর বিজয় শর্মা

সোয়েব সাঈদ, রামু ::

রামুতে মিনিট্রাক চাপায় কিশোর প্রাণ হারিয়েছে। নিহত বিজয় শর্মা (১৬) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামের বাদল কান্তি শর্মার ছেলে। আজ শুক্রবার পৌনে ৫টায় রামুর আমতলিয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিজয় শর্মার প্রতিবেশী ব্যবসায়ি খোকন শর্মা জানিয়েছেন, বিকালে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ^শান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় দ্রুতগামী পিকআপ (মিনিট্রাক) তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায় সে। কিশোর বিজয় শর্মার মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এদিকে জনতা ঘাতক গাড়িটি আটক করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: