ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুতে মহামিলন মেলায় পরিণত-এমপি কমলের নেতৃত্বে বৃহত্তম মেজবান

‍ৃৃৃখালেদ হোসেন টাপু ও অর্পন বড়ুয়া ::::

কক্সবাজারের রামু উপজেলায় অর্ধ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে মহামিলন মেলায় পরিণত হয়েছে আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে আয়োজিত দক্ষিণ চট্টলার বৃহত্তম মেজবান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার (২২ আগস্ট) রামু খিজারী উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে দ্বিতীয় বারের মত এ বৃহত্তম মেজবানের আয়োজন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত মেজবানে ধর্ম, বর্ণ নির্বিশেষ ধনী-গরীব সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে মহামিলন মেলায় পরিণত হয় রামু হাইস্কুল মাঠ। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ বিশাল আয়োজন। এতে আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেন। এছাড়াও এতে রামু কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়, রামু সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও এতিম খানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মেজবানে অংশ নিতে রামু উপজেলার দূর্গম পাহাড়ি অঞ্চল সুদুর গর্জনিয়া থেকে এসেছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ বঙ্গবন্ধু প্রেমিক কৃষক ফজল কাদের। কথা হয় তার সাথে এ প্রতিবেদকের। কৃষক ফজল কাদের জানান, বঙ্গবন্ধুকে নিয়ে এ বিশাল আয়োজন দেখতেই তিনি গর্জনিয়া থেকে রামু এসেছেন। পেট ভরে খেয়েছেনও তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে মেজবানের আয়োজন করায় আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি’র দীর্ঘায়ূ কামনা করে এ কৃষক বলেন, সাংসদ কমল তাঁর কর্মকান্ডের মধ্য দিয়েই গ্রামীণ জনপদের প্রত্যেক মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। এ কারনে আগামী জাতীয় নির্বাচনে কমলকেই নৌকা প্রতীকে ভোট দিতে চান বলে জানান তিনি।

এ কর্মসূচীকে সামনে রেখে রামু ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শোকের মাসের শুরু থেকে ব্যাপক প্রস্তুতি নিতে থাকেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামকে সাঁজানো হয় শোকাবহ আবহে। শোকের মাসে কক্সবাজার জেলাসহ দক্ষিণ চট্টলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে সর্ববৃহৎ এ আয়োজন।

যথাযথ মর্যাদায় ও সুশৃঙ্খল পরিবেশে মেজবান সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটির চেয়ারম্যান আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এম,পি।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। দীর্ঘ ২৩ বছর ধরে পাকিস্তান আমাদের উপর শাসনের নামে শোষন চালিয়েছে। আমাদের পূর্ব পুরুষেরা বার বার শোষিত হয়েছে। শোষনের যাতাকল থেকে মুক্তির জন্য বাঙালি জাতি আন্দোলন করেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্বে। এজন্যই তিনি বাঙালির ইতিহাসের মহানায়ক।

দক্ষিণ চট্টলার বৃহত্তম মেজবান সফল ভাবে শেষ হওয়ায় মেজবানের দায়িত্বে নিয়োজিত আওয়ামীলীগসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, আয়োজক কমিটির মহাসচিব রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।

দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতানুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট রনজিত দাশ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইমরুল রাশেদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ফতেখাঁরকুলের ফরিদুল আলম, চাকমারকুলের নুরুল ইসলাম সিকদার, খুনিয়া পালং এর আব্দুল মাবুদ, কাউয়ারখোপের মোস্তাক আহাম্মদ, ঈদগড়ের ফিরোজ আহাম্মদ ভুট্টো, গর্জনিয়ার সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ির ইউনুছ ভুট্টো, জোয়ারিয়ানালার কামাল শামসুদ্দিন প্রিন্স, রাজারকুলের মুফিজুর রহমান মুফিজ, রশিদ নগরের এমডি শাহ আলম, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহাম্মদ, নুরুল হক, কাদের, মানিক, সিরাজ উদ্দিন, মীর কাশেম হেলালী, ব্যবসায়ি শফিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি তৈয়ব উল্লাহ মাতব্বর, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহাম্মদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–যা, চ্যানেল আইএর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, জেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, পলক বড়–য়া আপ্পু, জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরাল হেলাল, রুস্তম আলী চৌধুরী, সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা নবীউল হক আরকান, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, শহর যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ বাবু, যুবলীগ নেতা উত্তম মহাজন, মনির আহাম্মদ, জাফর আলম, ফরিদ আহাম্মদ চৌধুরী, আব্দুল্লাহ বিদ্যুৎ, মিজানুল হক রাজা, আজিজুল হক আজিজ, নুরুল আলম জিকু, মোস্তাক আহাম্মদ, ছৈয়দুর রহমান, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনসহ রাশেদুল হক বাবু, ইছহাক চৌধুরী পাখি প্রমূখ।

পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, সৈনিকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগসহ নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।

পাঠকের মতামত: