ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামুতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ বরণ

sssখালেদ হোসেন টাপু, রামু :::

কক্সবাজারের রামু উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মূখরিত পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ বরণ, বর্ষ বিদায় ও চৈত্রসংক্রান্তি উৎসব। এ উৎসব কে ঘিরে সকল সম্প্রদায়ের মানুষ নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করেন। বৃস্পতিবার (১৪ এপ্রিল) রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলা নববর্ষকে বরণ করে নিল বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদ। এছাড়া রামু উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, চৈত্রমেলা ও নববর্ষবরণ উদযাপন পরিষদ পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (১৩ এপ্রিল) রামু কেন্দ্রীয় সীমা বিহার মাঠে রামু চৈত্রমেলা ও নববর্ষ বরণ উপলক্ষে বাংলা সংস্কৃতি নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ছিলেন রামু কক্সবাজার সদর আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজী, রামু উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, ফতেখাঁরকুলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, ক্রীড়া ব্যক্তিত্ব নবু আলম, অধ্যাপক পরীক্ষিৎ বড়–য়া টুটুন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা সৈনিকলীগের সভাপতি ইউনুচ খান, রামু বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, নিয়ামত উল্লাহ, নুরুল হক কোম্পানী, আওয়ামীলীগ নেতা আইয়ুব সিকদার, ফরিদ চৌধুরী, হাবিবুল্লাহ চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, আজিজ, মিজান,আব্বু ও সংবাদকর্মী অর্পন বড়–য়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরূপ বড়–য়া কালু মেম্বার। অনুষ্ঠানের সঞ্চালক ও আয়োজনের মূল উদ্যোক্তা হলেন রামু উপজেলার ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফতেখাঁরকুলের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী পলক বড়–য়া আপ্পু। তিনি জানান, রামুর সম্প্রীতিবদ্ধ মানুষের প্রাণের এ মেলা প্রয়াত সংগীত ব্যক্তিত্ব বিনয় বড়–য়া, রায়মোহন বড়–য়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়–য়া, সব্যসাচী লেখক কবি আশীষ কুমার বড়–য়া, সাবেক ফুটবলার ও সাংবাদিক আবীর বড়–য়া, সাংস্কৃতিক কর্মী হীরক বড়–য়া নাংকু’র নামে উৎর্সগ করা হয়েছে। এতে কর্মসূচির মধ্যে ছিল লুডু গাছ প্রতিযোগীতা, ক্রীড়া প্রতিযোগীতা, শিশু শিল্পীদের অনুষ্ঠান “আনন্দ উৎসব”, আলোচনা সভা, ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা হাউজফুল, ব্যান্ড শো, আতশ বাজির মধ্যে দিয়ে ১৪২৩ বাংলা শুভ নববর্ষ বরন করেন।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল ঐতিহ্যবাহী রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছর মত এবারও ব্যাপক আনুষ্ঠানিকতায় রামু বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদের উদ্যোগে ১৪২৩ বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।

দিনব্যাপী বর্ষ বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী বশিরুল ইসলাম। অধ্যাপক নিলুৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলা নব বর্ষ বরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজী, রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবউল করিম, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার দে, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, মাষ্টার ফরিদ আহমদ, মাষ্টার মো.আলম, অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া টুটুন, ব্যবসায়ী নুরুল আলম, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, রামুর সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানসী বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাছ রাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুনীল বড়–য়া, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, মিনা মল্লিক, শিক্ষিকা নিরুপমা বড়ুয়া, শিক্ষক সৈকতুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিয়োগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের সকালে বৈশাখী শোভাযাত্রা, প্রভাতী অনুষ্ঠান, পান্তা ভাতের আসর, প্রতিযোগীতা আয়োজন করে।

এদিকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা বড়–য়া পাড়ার তারুণ্য সাংস্কৃতিক সংঘ ২ দিন ব্যাপি অনুষ্ঠান মালার আয়োজন করেছে। ১৪-১৫এপ্রিল ২০১৬ ইং, ১-২ বৈশাখ ১৪২৩ বাংলা বৃহষ্পতি ও শনিবার আয়োজনে বাংলার গ্রামীন খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক নাটক “সাপুড়ের ছেলে বিজয়” মঞ্চস্থ হবে।

পাঠকের মতামত: