ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রামুতে বাস উল্টে নিহত, চলছে উদ্ধার তৎপরতা 

সোয়েব সাঈদ ::

রামুর জোয়ারিয়ানালায় ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছে । গাড়ির নিচে চাপা পড়ে থাকা আরো যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে। আজ বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, এ ঘটনায় কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

পাঠকের মতামত: