ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

রামুতে বাঁকখালী নদীতে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

সোয়েব সাঈদ ::
রামুতে খেলতে গিয়ে বাঁকখালী নদীতে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃতদেহ ৫ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। নবনির্মিত চাকমারকুল-রাজারকুল ওসমান সরওয়ার আলম চৌধুরী সংযোগ সেতুর পাশে বাঁকখালী নদীতে আজ রবিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্য রামুর সন্তান নাজিম উদ্দিন ইমনের মৃতদেহ উদ্ধার করেন।

নিখোঁজ স্কুল ইমন (১৩) রামুর দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার জসিম উদ্দিনের ছেলে।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা মৃতদেহ উদ্ধার কার্যক্রম তদারক করেন।

উদ্ধার তৎপরতা চলাকালে নদীর দুই তীরে হাজারো উৎসুক মানুষ ভীড় জমায়।

পাঠকের মতামত: