ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

রামুতে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ৭ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

সোয়েব সাঈদ, রামু ::

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় রামুতে ৭দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে রামু স্টেডিয়ামে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা। ‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালির হাজার বছরের পরাধীনতার প্রতিশোধ’ প্রতিপাদ্যে আয়োজিত বিজয় মেলার শুভ উদ্বোধন করেন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ও স্বাগত বক্তব্য রাখেন, রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদের মহাসচিব, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, বঙ্গবন্ধু সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের একটি বাগান উপহার দিয়েছেন। সে বাগানের পরিচর্যা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর আদর্শে নেতাকর্মীদের উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে বলেন, মানুষের কল্যাণের জনই রাজীনীতি করতে হবে। কোন নেতা যেন জনগনের কাছে বোঝা না হয়। জনগনের বোঝা হালকা করাই হবে নেতাকর্মীদের দায়িত্ব। নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করলেই মানুষ আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করবে।

বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার সহ-সভাপতি ও বিজয় মেলা উদ্যাপন পরিষদের উপদেষ্টা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, অধ্যাপক গোলাম কাদের, সিরাজুল হক রেজা, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ প্রমূখ।

রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়ার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, মাস্টার ফরিদ আহমদ, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, চাকমারকুল ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা যুবলীগ সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, আওয়ামীলীগ নেতা হাজ¦ী নুরুল হক, সৈয়দ মো. আবদু শুক্কুর, যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, শাহাদাৎ হোসেন ও নবীউল হক আরকান, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ খালেদ, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিদ্যুৎ মেম্বার, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগে স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক শফিউল আলম কাজল, যুগ্ন আহবায়ক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন প্রমূখ।

মেলা উদ্বোধন উপলক্ষ্যে বিকাল তিনটায় একটি বর্ণাঢ্য র‌্যালী চৌমুহনী স্টেশন প্রদক্ষিণ করে। বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান। এসময় কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, এমপি সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতে বিজয় মঞ্চে কক্সবাজার ও রামুর সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য মুক্তিযুদ্ধের বিজয় মেলায় প্রতিদিনের অনুষ্ঠানে থাকবে, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা, আবৃত্তি, গান, নাটক। এছাড়া দেশী-বিদেশী পন্যের শতাধিক ষ্টল রয়েছে বিজয় মেলায়।

###

পাঠকের মতামত: