সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজারের রামুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌজিমেরদ্বীপ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হাবিব আহমদ (৫০) একই ইউনিয়নের আলী হোসেন সিকদারপাড়া এলাকার মৃত আশরাফুজ্জামানের ছেলে।
স্থানীয় বাসিন্দা কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল হক জানান, সোমবার সকালে হাবিব আহমদ মৌজিমেরদ্বীপ এলাকায় বাঁকখালী নদীর তীরে সবজি খেতে কাজ করতে যান। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ভাত খাওয়ার জন্য না এলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। বিকাল ৪টার দিকে হাবিব আহমদের মেয়ে সবজি খেতে গেলে বাবার মৃতদেহ দেখতে পান।
পরিবারের সদস্যরা জানান, বজ্রপাতে হাবিব আহমদের কান ফেটে রক্তক্ষরণ হয়েছে। তাদের ধারনা দুপুর ১২টার দিকে সংগঠিত ব্যাপক বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত হাবিব আহমদ ৩ ছেলে, ১ মেয়ের জনক। তাঁর মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত: