ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রামুতে বজ্রপাতে একই পরিবারের নিহত ২ : আহত ৩

কক্সবাজার প্রতিনিধি ::  রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় বজ্রপাতে একই পরিবারের শিশু ও কিশোরীসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো-উক্ত এলাকার মাওলানা নুরুল ইসলামের কন্যা ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২)। নিহত ২ জনের পিতা, মাতা ও তাদের আরেকটি শিশু একই বজ্রপাতে গুরুতর আহত হয়েছে। কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও আরটিভি’র ককক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন বিষয়টি সিবিএন-কে নিশ্চিত করেছেন। রোববার ১৯ মে বেলা সাড়ে ১১ টার দিকে এঘটনা ঘটে। বজ্রপাতে এই হতাহতের ঘটনা রামু থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর সিবিএন এর কাছে সত্যতা স্বীকার করেছেন।
প্রসংঙ্গত, একইদিন একইসময়ে উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামক আরো একজন রোহিঙ্গা শরনার্থী নিহত ও দু’জন আহত হয়। এনিয়ে রোববার ১৯ মে কক্সবাজার জেলায় বজ্রপাতে মোট তিনজন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেলো।

পাঠকের মতামত: