ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

রামুতে পুকুরের ডুবে শিশুর প্রাণহানি

সোয়েব সাঈদ, রামু ::solil somadi

রামুতে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ৬ বছরের শিশু। আজ বুধবার (২৩ আগষ্ট) বিকাল পাঁচটায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত রাকিবুল ইসলাম (৬) ওই এলাকার সৌদি প্রবাসী আবু তাহের এর ছেলে এবং শ্রীমুরা নূরানী তালিমুল কোরআন মাদরাসার ছাত্র।

নিহত শিশুর স্বজনরা জানিয়েছেন, মা ফারেজা বেগম বাড়ির কাজে ব্যস্থ ছিলেন। ওই সময় শিশুটি পানি আনতে গিয়ে সবার অগোচরে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে রাকিবুল ইসলামের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

…………………

রামু হাসপাতাল গেইট মগধ্বেশ^রী মন্দিরে

দূর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত

রামু প্রতিনিধি

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হাসপাতাল গেইট পূর্ব কুলালপাড়া শ্রী শ্রী মা মগধ্বেশ^রী মন্দিরে দূর্গাপূজা উদযাপন পরিষদ ২০১৭ এর কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এক কমিটি গঠন করা হয়। কমিটিতে ডা. তপন শর্মাকে সভাপতি, রায়ধন শর্মাকে সাধারণ সম্পাদক, জনি রুদ্র কে অর্থ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

জোয়ারিয়ানালা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল রুদ্র’র সভাপতিত্বে ও শ্রী শ্রী মা মগধ্বেশ^রী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মদন রুদ্র’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাস্টার অসিত পাল, জোয়ারিয়ানালা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, অনিল রুদ্র, অনিল দে প্রমূখ।

সভায় প্রতি বছরের মতো সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে এবারও সাড়ম্বরে শারদীয় দূর্গোৎসব আয়োজনে জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

পাঠকের মতামত: