ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রামুতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল কাল  

সোয়েব সাঈদ, রামু ::
রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) রামু বাজারের পাশে বাঁকখালী নদীর হাইটুপি-চেরাংঘাটা পয়েন্টে অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগিতায় অংশগ্রহনকারি ২৬টি নৌকা বাইচ দল অংশ নেবে।
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানিয়েছেন, ফাইনাল খেলা সফল ও ঝাঁকজমকভাবে আয়োজনে ব্যাপক প্রস্তুতি চলছে। সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। উদ্বোধক থাকবেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
এতে বিশেষ অতিথি থাকবেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধূরী, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান এবং রামুর সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা বাইচ দল অংশ নিচ্ছে। গত ৩ অক্টোবর প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। গ্রাম বাংলার জনপ্রিয় এ নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা নিয়ে সর্বত্র বিরাজ করছে উৎসব আমেজ।

পাঠকের মতামত: