ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রামুতে ”নৌকা বাইচে” প্রতিযোগীতায় পশ্চিম নোনাছড়ি ভাই ভাই সমিতি চ্যাম্পিয়ন

সোয়েব সাঈদ, রামু  ::  রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জোয়ারিয়ানালা পশ্চিম নোনাছড়ি ভাই ভাই সমিতি নৌ দল। রানার্সআপ হয়েছে নতুন বাহিনী তালেব মেম্বার নোনাছড়ি এবং তৃতীয় হয়েছে ইয়ং টাইগার স্পোর্টিং ক্লাব শ্রীমুরা।

বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রামু বাজারের পূর্বপাশে^ বাঁকখালী নদীর তেমুহনী-অফিসেরচর পয়েন্টে ফাইনাল খেলা দেখার জন্য ঢল নামে হাজার হাজার নারী-পুরুষের।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছিলেন, ৩০ বিজিবি’র সহকারি পরিচালক মাসুদ রানা, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ।

রেফারী ওমর ফারুক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে, আওয়ামীলীগ নেতা মীর কাসেম হেলালী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, বিশিষ্ট ব্যবসায়ি ও ক্রীড়া সংগঠনক গিয়াস উদ্দিন কোম্পানী, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ প্রমূখ উপস্থিত ছিলেন।

ঘড়ির কাটা ২টা গড়াতেই ঘোষকের বজ্র কন্ঠে ঘোষিত হলো, জাজেজ রেডি গো…। একের পর এক পাড়িতে এগিয়ে আসা বাইচ দলকে উৎসাহ দিতে আনন্দে মেতে উঠে দর্শকরা। নদীর দুইতীরে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়। মারো-মারো ধ্বনিতে মুখরিত করে তোলে নদী দু’তীর।

খেলায় শ্রেষ্ঠ বেত ধারক হিসেবে চাকমারকুল কলঘর বাজার এর মো. এরশাদ, শ্রেষ্ঠ মাঝি হিসেবে নতুন বাহিনী তালেব মেম্বার নোনাছড়ির আলী আকবর, সুশৃঙ্খল দল হিসেবে চকরিয়ার আশরাফুজ্জামান মাঝিকে পুরস্কৃত করা হয়।

খেলায় ঘোষকের দায়িত্ব পালন করছেন, কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবুল বশর মেম্বার ও এডভোকেট তানভীর শাহ। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, আমান উল্লাহ সওদাগর, হাজ¦ী মহি উদ্দিন, হাসান আজিজ, মাস্টার আবদুর রহিম, আসাদ উল্লাহ, তানভীর শাহ, সাইফুল ইসলাম মেম্বার, গোপাল নাথ প্রমূখ।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, সমাপনী দিনে ৫৮ পাড়ি খেলা অনুষ্ঠিত য়। প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা অংশ নিচ্ছে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহনকারি নৌকার তালিকা ঃ
‘‘ক” বিভাগ ঃ

১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, উত্তর চাকমারকুল যুব উন্নয়ন সংস্থা, চাকমারকুল, রামু, গর্জনিয়া বাকঁখালী একাদশ,পূর্ব বোমাংখিল, গর্জনিয়া, রামু, খোন্দকার পাড়া একতা যুব সমাজ, ফতেখাঁরকুল, রামু। চাকমারকুল, কলঘর বাজার, রামু। নওজোয়ান সমিতি পূর্ব রাজারকুল, রামু। ইদ্রিস মাঝি খেলোয়াড় একাদশ, দেয়াংপাড়া, রাজারকুল, রামু। মোহাম্মদ, অফিসের চর, ফতেখাঁরকুল, রামু। পূর্ব খরুলিয়া স্মৃতি ফলক, ঝিলংজা, কক্সবাজার। লম্বরী পাড়া কমিটি, ফতেখাঁরকুল, রামু। সোনার বাংলা খেলোয়াড় একাদশ, পূর্ব মনিরঝিল, কাউয়ারখোপ, রামু। ভাই ভাই সমিতি, পশ্চিম নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু এবংু মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-২, রামু।
‘‘খ” বিভাগ

আশরাফুজ্জামান মাঝি, ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার। আবুল কালাম মেম্বার ও সৈয়দুল হক, জিনেরা ঘোনা, দঃ মিঠাছড়ি, রামু। ভাই ভাই কমিটি, উত্তর ফতেখাঁরকুল, রামু। যৌথ বাহিনী, আশকরখিল, জোয়ারিয়ানালা, রামু। দারুচ্ছালাম, পূর্ব রাজারকুল, রামু। নৌকা বাইচ টীম, নয়াপাড়া, রাজারকুল, রামু। পি.এম. খালী ক্রিড়া সংঘ, মহসনিয়া পাড়া, কক্সবাজার। পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল একতা সংঘ, রামু। মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-১, রামু। নতুন বাহিনী তালেব মেম্বার, নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু। শাহমদের পাড়া একাদশ, উত্তর চাকমারকুল, রামু। ইয়াং টাইগার স্পোটিং ক্লাব, শ্রীমুরা, উত্তর চাকমারকুল, রামু এবং কামাল শামশুদ্দিন প্রিন্স, চেয়ারম্যান, জোয়ারিয়ানালা ইউপি, রামু।

পাঠকের মতামত: