ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

রামুতে নৌকা বাইচের ফাইনাল খেলায় মানুষের ঢল

সোয়েব সাঈদ, রামু ::  রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচের ফাইনাল খেলা শুরু হয়েছে। বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রামু বাজারের পূর্বপাশে^ বাঁকখালী নদীর তেমুহনী-অফিসেরচর পয়েন্টে ফাইনাল খেলা দেখার জন্য ঢল নামে হাজার হাজার নারী-পুরুষের।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। সমাপনী খেলা শুভ উদ্বোধন করেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।

ঘড়ির কাটা ২টা গড়াতেই ঘোষকের বজ্র কন্ঠে ঘোষিত হলো, জাজেজ রেডি গো…। একের পর এক পাড়িতে এগিয়ে আসা বাইচ দলকে উৎসাহ দিতে আনন্দে মেতে উঠে দর্শকরা। নদীর দুইতীরে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়। মারো-মারো ধ্বনিতে মুখরিত করে তোলে নদী দু’তীর।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধূরী, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান এবং রামুর সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

খেলায় ঘোষকের দায়িত্ব পালন করছেন, সৈয়দ মো. আবদুস শুক্কুর ও ওমর ফারুক মাসুম। খেলায় সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবুল বশর মেম্বার, সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, আমান উল্লাহ সওদাগর, হাজ¦ী মহি উদ্দিন, হাসান আজিজ, মাস্টার আবদুর রহিম, আসাদ উল্লাহ, তানভীর শাহ, সাইফুল ইসলাম মেম্বার, গোপাল নাথ প্রমূখ।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, সমাপনী দিনে ৫৮ পাড়ি খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা অংশ নিচ্ছে।

পাঠকের মতামত: