ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুতে নবাগত ইউএনও’র যোগদান

51212119998888খালেদ হোসেন টাপু, রামু ::

কক্সবাজারের রামু উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা দিকে তিনি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।

বিকেলে নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান আলীকে বরন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জামানের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, শিক্ষা কর্মকর্তা মোঃ সালাম উল্লাহ, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউপি মোস্তাক আহমদ, রশিদ নগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, সার্ভেয়ার সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এ সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান আলী রামু উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম চালাতে সবার সহযোগিতা কামনা করেন। ইউএনও মোঃ শাহজাহান আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

পাঠকের মতামত: