নিউজ ডেস্ক ::
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত রামুর ইয়াবা ব্যবসায়ী মোস্তাকের বাসায় অভিযান চালিয়ে আসবাপত্র জব্দ করেছে পুলিশ। একই সাথে তার আলিসান বাড়িটি সিলগালা করা হয়েছে। সোমবার (২৭মে) দুপুরে উপজেলার খনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পালং এলাকার তার বাড়ীতে এ অভিযান চালানো হয়। তিনি ওই এলাকার আশরাফ মিয়ার পুত্র।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর জানান, মোস্তাক স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকা ভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। ডিএমপি কলাবাগান থানার একটি মাদক মামলায় অভিযান চালিয়ে তার বাড়ীর আসবাপত্রসহ ৪ ট্রাক মালামাল জব্দ করা হয় এবং বাড়িটি সিলগালা করা হয়েছে।
ওসি আরো জানান, ইতিমধ্যে তাকে আটক করতে বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। সে অত্যান্ত ধূরন্ধর প্রকৃতির লোক। ইয়াবা ডন মোস্তাককে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে রামু উপজেলাকে মাদক মুক্ত করা হবে।
পাঠকের মতামত: