ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রামুতে আবদুল্লাহ ডাকাতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হাবিবুর রহমান সোহেল ::

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মহিষকুম  এলাকায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চেক পোষ্টের একটু পশ্চিমে রামু-নাইক্ষ্যংছড়ি প্রধান সড়কে ডাকাত আবদুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।নিহত ডাকাত  রামু জোয়ারিয়ানালা  ইউনিয়নের নন্দাখালী উত্তর পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের পুত্র। ২৭ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পথচারীরা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রামু থানার সফল অফিসার ইনচার্জ মহাম্মদ আবুল মনসুরের নির্দেশে এসআই সোহেল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডাকাত আবদুল্লাহর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ককসবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, ওই আবদুল্লাহর বিরুদ্ধে ডাকাতি সহ অনেক মামলা রয়েছে। এই ব্যাপারে রামু থানার এসআই সোহেল জানান, তিনি লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছেন। পরে রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, নিহত আবদুল্লাহর বিরুদ্ধে ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে। সে একজন এলাকার চিহ্নিত বড় ডাকাত। দু ডাকাত দলের সংঘর্ষের কারনের তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি। তবে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

পাঠকের মতামত: