ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুতে অস্ত্রসহ ডাকাত আটক

01খালেদ হোসেন টাপু , রামু :::

কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে বন্দুকসহ ডাকাত মো. হোসেন প্রকাশ হোছন (৪৫)কে আটক করেছেন। সে রামু উপজেলার লশিদ নগর ইউনিয়নের নতুন বাজার এলাকার মোঃ কালুর ছেলে।

এদিকে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান,  গত রোববার(৭ আগষ্ট) রাতে রামু থানাধীন পুরাতন বাইপাসের অনুমান ১৫০ গজ দক্ষিনে মহাসড়ক ব্রীজের পাশে পাহাড় সংলগ্ন স্থানে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহন করছিল । এ সংবাদ পেয়ে উক্ত এলাকায় অভিযান চালিয়ে  ১টি বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ, ধারালো দাসহ ডাকাত হোছনকে আটক করেন বলে তিনি জানান।

পাঠকের মতামত: