নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে স্থানীয় গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
তিনি বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার কুমানসে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীন করে রেখেছে। মামলা হামলা করে নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। সামনে আরো অনেক বাধা-বিপত্তি আসতে পারে।
এসব বাধা মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সরকারের নানামুখি ষড়ষন্ত্রের বিরুদ্ধে সবাইকে এক জোট হওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, দেশের চরম দুর্দিন যাচ্ছে। অর্থনীতির করুন অবস্থা। সামাজিক ভিত নষ্ট হয়ে গেছে। সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে দৃষ্টি না দিয়ে বিরোধী দল দমন ও জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করে মানুষের দৃষ্টি ঘোরাতে ব্যস্ত রয়েছে। সময়ে সমুচিত জবাব দেয়া হবে বলে জানান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
অনুষ্ঠানের উদ্বোধক জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন, শ্রমিক দলের রাজনীতি গণমানুষের রাজনীতি। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে আমরা কাজ করছি। আমাদের যাত্রাপথ কেউ থামাতে পারবে না।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যখনই আন্দোলনের ডাক আসবে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তোলতে হবে।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও জেলা শ্রমিক দলের সহসভাপতি এস.এ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন ফরায়েজী, চকরিয়া পৌর বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মোঃ কুতুব উদ্দিন।
চকরিয়া উপজেলা শ্রমিকদলের দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন -জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক চৌধুরী, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ.এম ওমর আলী, পৌরসভা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফুরকান, জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক খাইরুল আমিন হিরু, সহ-সভাপতি নাসির উদ্দিন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস, চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মুস্তাক, যুব সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতাহার হোসেন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন, হোটেল মোটেল শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, চকরিয়া পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভা সাধারণ সম্পাদক রানা হামিদ, চকরিয়া পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হাজী নুরুল আমিন, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল আমিন,
উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মনজুর আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন লাল্টুর যৌথ সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন -ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শাহ আলম সিকদার, চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল হাফেজ, লক্ষ্যারচর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কামাল উদ্দিন, খুটাখালীর আহ্বায়ক জাফর আলম, উত্তর হারবাং সভাপতি নুরুল্লাহ নুর, চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনোহর আলম, চকরিয়া পৌর শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, মাতামুহুরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি হামিদ, প্রবাসী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাসেম আহমদ, দপ্তর সম্পাদক নুরুল আবছার, খুটাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নাজেম উদ্দিন, চিরিংগা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বেলাল উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নাজেম উদ্দিন।
প্রকাশ:
২০২০-০১-১৮ ১৪:০৭:৪৮
আপডেট:২০২০-০১-১৮ ১৪:০৯:১৮
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
পাঠকের মতামত: