ঢাকা,সোমবার, ১১ নভেম্বর ২০২৪

রাখাইন ক্রিকেট লীগে ক্যাংপাড়া নিউ জেনারেশনের দাপটীয় সূচনা

ক্রীড়া প্রতিবেদক :

শহরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন রাজধানী ফ্রেন্ডস সার্কেল আয়োজিত “জিয়া গেষ্ট ইন, নাভানা গ্যাস ও ডিভাইন পার্ক কমিউনিটি সেন্টার” রাখাইন ক্রিকেট লীগে দাপটের সাথে জয় দিয়ে নিজেদের প্রথম ম্যাচ সূচনা করেছে রাখাইন নিউ জেনারেশন ক্যাংপাড়া। ১২মে শনিবার সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জুকার নাইনকে ১১৬ রানের বিশাল ব্যবধানে হারায় দলটি। ট্রসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ওপেনার নিংথেন ও সেন ওয়ান। ১৭ রান করে সাজঘরে ফেরে নিংথেন। আর সেন ওয়ান ফেরে ৭ রানে। এছাড়া মুজো ২২, ওয়ান নাই ৫৩, হ্লা হ্লা ১৩ রান করে। নির্ধারিত ওভারে তারা ১৫৭ রান করে। জুকার নাইনের থেন হাই ৩টি ও আবু ২টি উইকেট লাভ করে। ১৫৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে জুকার নাইন। ক্যাংপাড়া শক্তিশালী বোলিংয়ে দাঁড়াতেই পারেনি জুকার নাইনের কোন ব্যাটসম্যান। এতে ওভার শেষ না হতেই মাত্র ৪১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জুকার নাইনের আবু ১০ ও অভি ১৩ রান করে। ক্যাংপাড়ার সেন ওয়ান ৩টি, ওয়ান নাই ২টি, জিয়া ও মুজো একটি করে উইকেট লুফে নেয়। ২টি উইকেট ও ৫৩ রান করে ম্যাচ সেরা হয় ক্যাংপাড়ার ওয়ান নাই।

পরে তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রিকেট লীগ-২০১৮ইং এর আহবায়ক সাংবাদিক এম.এ আজিজ রাসেল, সদস্য সচিব জ জ, ওয়ান নাই, সদস্য আবুরী, চ লাইন ও ববি। ১৩ মে সকাল সাড়ে ৯টায় লীগের ৪র্থ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক হ্যাংগিং গার্ডেন বনাম রাখাইন ফেইসবুক ক্লাব।

পাঠকের মতামত: