ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মোটার সাইকেল চোর চক্রের হোতা মোক্তার গ্রেফতার

Shahid-Ukhiya-Pic-12-03-2016 উখিয়া প্রতিনিধি ::::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্ত জেলা মোটার সাইকেল চোর চক্রের হোতা মোক্তার আহমদ (৩৬) কে আটক করেছে। সে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছেন। মোটর সাইকেল চোর চক্রের হোতাকে শনিবার (১২) মার্চ) দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন। মহেশখালী থানার তদন্ত ওসি দিদার ফেরদৌস বলেন উখিয়ার একটি আলোচিত মোটর সাইকেল চুরির ঘটনায় সেখানকার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়। শূক্রবার সকালে উখিয়ার থানার তদন্ত ওসি মোঃ কায় কিশলো ও উপ-পরিদর্শক মশিউর আলম ও মহেশখালী থানার সহযোগীতায় মহেশখালী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটর সাইকেল চোরের হোতা মোক্তার আহমদ সহ চুরিকৃত মোটর সাইকেলটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মোটর সাইকেল নং- কক্সবাজার-ল-১১-১১৮৭। থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের গুরা মিয়ার ছেলে কামাল উদ্দিনের মোটর সাইকেলটি সম্প্রতি চুরি করে নিয়ে যান। গত ১০ মার্চ কামাল উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০/১৬। মামলার প্রধান আসামী মোঃ মুসা কক্সবাজার জেল হাজতে রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর আলম জানিয়েছেন। উখিয়া থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তার বিরুদ্ধে নকল টাকার ব্যবসার অভিযোগও রয়েছে।

পাঠকের মতামত: