ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

মেধাবী ছাত্রী দিবা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

২৪ মার্চ সদ্য প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে পূর্ব বড় ভেওলা আহছানিয়া শিখন একাডেমির থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন নুরি নাজাত দিবা। সে কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মৌলভী মোঃ তাহেরের নাতনী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কুতুবদিয়া উপজেলা স্টুডেন্টস ইউনিফিকেশনের প্রতিষ্ঠাতা সদস্য আরেফিন রিমনের ভাগিনী। তিনি পিএসসি পরীক্ষার ট্যালেন্টপুল বৃত্তি ছাড়াও কক্সবাজার জেলায় ১৪টির মতো বেসরকারী বৃত্তি লাভ করেন। এছাড়াও  সম্প্রতি ঢাকায় গিয়ে জাতীয় পর্যায়ে কবিতা আবৃতিতে ১ম স্হান লাভ করেন।

উল্লেখ্য  চকরিয়া ডুলাহাজারা ডিগ্রি কলেজের বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী  ও পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাউছার ইয়াছমিনের মেয়ে দিবা।

পড়ালেখার পাশাপাশি নাচ গান, কবিতা আবৃত্তি ও স্কাউটিং এ দক্ষ ছিলেন বলে জানা যায়।

পাঠকের মতামত: