ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে: গর্জনিয়ায় এমপি কমল

mail.google.com্ি্‌্‌্‌্‌্‌্‌্‌খালেদ হোসেন টাপু, রামু :::

কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বিশ্বায়নের এ যুগে মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে। ছেলে-মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও প্রয়োজন রয়েছে। তাই সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে মেধার বিকাশে সকল বাধা দূর করার উদ্যোগ নিয়েছে।

এমপি কমল শুক্রবার (১ এপ্রিল) বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ এর পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে সংসদের শ্রেষ্ট বক্তা আরও বলেন, লেখাপড়ার সুযোগ কেবল সম্পদশালীদের জন্য! এ উক্তি বর্তমান সরকারের দরিদ্র শিক্ষার্থীমূখী বিভিন্ন কর্মসূচি সে ধারণা ভেঙে দিয়েছে। অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়ে এখন স্কুল, কলেজে পড়াশুনা করছে।

এসব দরিদ্র শিক্ষার্থীকে স্কুলে ধরে রাখতে সরকার তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে, শিক্ষার্থীদের দেয়া হচ্ছে বিপুলসংখ্যক মেধাবৃত্তি ও উপবৃত্তি, বিনামূল্যের পাঠ্যপুস্কক, স্কুলের বেতন মওকুফ সুবিধা, স্কুলে দুপুরের খাবার প্রভৃতি।

প্রধান অতিথি উপস্থিত বিদ্যলয়ের কোমলমতি শিশুদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমরা যত বেশি শিক্ষত হবে তোমাদের পরিবার ও এলাকা তত বেশি উন্নত হবে’। তোমরা একদিন ডাক্তার, প্রকৌশলি সহ বড় বড় পেশায় নিজেকে নিয়োজিত করবে। এসময় এলাকার মানুষের কল্যানে কাজ করতে হবে। ১৯৭১ সালের কথা মনে রেখে দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে।

অনুষ্ঠানে মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচির, পুরো গর্জনিয়ায় বিদ্যুতায়ন, বাঁকখালি নদী খনন করে পুনরায় গর্জনিয়া সেতু সচল করার প্রতিশ্রুতি দেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ। সহকারি শিক্ষক তাসমিন জাহান লোৎফার প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ইসলামি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট এজিএম কামরুল ইসলাম, কক্সবাজার সিটি কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক নুরুল আজিম, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একে এম সাইফুদ্দিন, শিখন কর্মসূচীর ফিল্ড সমন্বয়কারী মো.আজিজুল হক প্রমূখ।

এর আগে বিশালকার একটি মিছিল বের করে অতিথিবৃন্দকে স্বাগত জানান গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ। ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম মওলা, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন সাহেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী ও গর্জনিয়া উচ্চবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীদ রায়হান মিছিলে নেতৃত্বদেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে বৃষ্টিবিঘিœত দিনে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি গর্জনিয়ার মেঠোপথে পায়ে হেটে সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এদিকে এমপির আগমন উপলক্ষে ব্যানার প্লেকার্ডসহ তোরণনির্মাণ করেন ইউনিয়নের সচেতন মহল।

পাঠকের মতামত: