প্রেসবিজ্ঞপ্তি ::
মুসলমানদের প্রথম ক্বিবলাহ বায়তুল মোকাদ্দাসকে ইহুদিমুক্ত করতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বায়তুল মোকাদ্দাসের খতীব আল্লামা শাইখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।
তিনি বলেছেন, বায়তুল মোকাদ্দাস মুসলামদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। এই মুসজিদকে ইহুদিদের কবলমুক্ত করতে হবে।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের সমাপনী দিবসে (২৭ জানুয়ারী) আল্লামা শাইখ আলী ওমর ইয়াকুব আব্বাসী প্রধান আলোচক ছিলেন।
তিনি বলেন, মহান আল্লাহ প্রদত্ত ইসলাম চিরন্তন শ্বাসত জীবন বিধান। ইসলাম ছাড়া শান্তি ও মুক্তির বিকল্প নেই। ইসলামের নীতির বাইরে চলার কারণে মুসলমানদের উপর আজাব ও গজব নাজিল হচ্ছে। শান্তি ও মুক্তির জন্য আল্লাহর নবীর আদর্শ মেনে চলতে হবে।
আল্লামা আব্বাসী রাত ১০ টার দিকে মঞ্চে ওঠেন। আরবী ভাষায় খুতবায় তিনি আলোচনা শুরু করেন। বাংলায় ভাষান্তর করেন একজন আলেম।
বায়তুল মোকাদ্দাসের খতীব বলেন, বিশ্বের সবচেয়ে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে স্বদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করতে হবে।
শানে রেসালত সম্মেলনের বিশেষ আলোচক ঢাকা জামেয়া কাসেমিয়া মিরপুরের মুহতামিম মাওলানা জুনাইদ আল হাবিব বলেছেন, রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য শান্তি ও নিরাপত্তার জন্য ওলামায়েকেরামদের ভূমিকা অনস্বীকার্য। এ পর্যন্ত কোন অপরাধের সাথে আলেম জড়িত থাকার প্রমাণ নেই। দেশের সম্পদ লুণ্ঠন, ক্ষমতার অপব্যবহার, অপরাজনীতির সাথে কোন সম্পর্ক না রেখে আলেম সমাজ দেশপ্রেমিক নাগরিকের পরিচয় দিচ্ছে। ইসলাম ও দেশের স্বার্থে আলেম সমাজ যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।
সম্মেলনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবুল হাসান, সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, চকরিয়া ফাশিয়াখালী মাদরাসার পরিচালক আবদুল মান্নান।
বয়ান করেন ঢাকা রাসুলবাগ জামে মসজিদের খতীব মাওলানা মুজিবুর রহমান, জামিয়া কুরআনিয়া লালবাগের মুহাদ্দিস মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা গাজি ইয়াকুব ওসমানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী, রহমানিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা কলিম উল্লাহ, রামুর জোয়ারিয়া মাদরাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম, ধলিছড়া মাদরাসার শিক্ষক মাওলানা রমজান আলী, চিরিঙ্গা মাদরাসার পরিচালক মাওলানা সরওয়ার আলম কুতুবী, রামু জোয়ারিয়া নালা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আবদুল হক।
জেলা হেফাজতের সাধারণ স¤পাদক মাওলানা ইয়াছিন হাবিবের সার্বিক তত্ত্বাবধানে ঐতিহাসিক এ শানে রেসালত সম্মেলনে জেলার শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শেখ সুলাইমান, মাওলানা মছরুর আহমদ, মাওলানা নাজির হোসাইন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আনওয়ারুল আলম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের ছিলেন, মাওলানা নুরুল আলম আল মামুন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা আব্দুর রহীম ফারুকী, মাওলানা কেফায়ত উল্লাহ, মাওলানা আব্দুচ্ছালাম কুদছী, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা এহতেশামুল হক,মাওলানা আমিনুল হক, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা নুরুল হক চকোরী, মাওলানা খালেদ সাইফী, মাওলানা হাফেজ হেলাল উদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, মাওলানা জাহেদ, মাওলানা হাফিজ উদ্দীন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সোহাইল আরেকটা নাম শেষের দিকে যুক্ত হবে মাওলানা হুমায়ুন কবির। দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলন শেষ হয়।
পাঠকের মতামত: