ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে -হালকাকারায় সাঈদী

Exif_JPEG_420

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১৫ আগস্ট চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসুচি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এদিন সকাল ৯ টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালকাকারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত জাকিয়া আখতার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে দেশ-জাতিকে যতোটুকে পিছিয়ে দেয়া হয়েছিল, তা অতিক্রম পুর্বক আমাদেরকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধুর সুযোগ কন্যা শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার পরিশ্রমের প্রতিদান অবশ্যই আমাদেরকে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। সেইজন্য শিক্ষক সমাজকে দায়িত্বশীলভাবে তা পালন করতে হবে। যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামীতে ইতিহাস নিয়ে বিভ্রান্তিতে না পড়ে।

অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন- স্থাণীয় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আবছার বাদশা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেনোয়ারা বেগম, মাষ্টার ওসমান গণি, নুর মোহাম্মদ, বাসন্তী প্রভা শীল, ছাবেকুন্নাহার তানিয়া, মিত্র রাণী দে, জয়নাব আক্তার, তাফহিমা হাছিন, শারমিনা কবির, মসলিমা জান্নাত মুক্তা, সায়েমা আক্তার, ও জাকিয়া সোলতানা প্রমুখ। ##

পাঠকের মতামত: