কক্সবাজার প্রতিনিধি ::
পরিচয় গোপন করে সীমান্তে ছবি তোলা ও রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হওয়া মিয়ানমারের দুই সাংবাদিক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন। ওই দিন রাতেই তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়। তথ্যগুলো নিশ্চিত করেছেন সাংবাদিকদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। উল্লেখ্য, গত ১৩ই সেপ্টেম্বর মিনজাইয়ার এবং হকুন লাট নামে মিয়ানমারের দুই সাংবাদিককে গ্রেপ্তার দেখায় কক্সবাজার পুলিশ। তাদের গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিলেন, টুরিস্ট ভিসা গোপন করে সীমান্তে গিয়ে ছবি সংগ্রহ, অডিও-ভিডিও ধারণ ও রাষ্ট্রীয় গোপন তথ্য নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মিনজাইয়ার এবং হকুন লাট জার্মানির হামবুর্গভিত্তিক ম্যাগাজিন ‘জিও’তে কাজ করেন। মিনজাইয়ার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একজন আলোকচিত্রী। তার ছবি নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান, ন্যাশনাল জিওগ্রাফিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে।
পাঠকের মতামত: