ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

rrrrপ্রেস বিজ্ঞপ্তি ::

বিগত কয়েক মাস যাবত পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর মায়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতন, হত্যা, ধর্ষন,অগ্নি সংযোগসহ বর্বরচিত তান্ডবের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার সদর উপজেলার উদ্যোগে আজ বিকাল ৩ ঘটিকায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজ, রাজনীতিবিদ,হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের মানবতাবাদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা মায়ানমার সরকারকে অচিরেই সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের জোর দাবি জানান। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে এর প্রতিকার করার জন্য আহবান জানান। বক্তরা আরো বলেন বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রিতি এবং মানবাধিকারে বিশ্বাসী বিধায় বিভিন্ন সীমাবদ্ধতার পরেও দির্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রচুর রোহিঙ্গা অবস্থান করছেন। পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার উদ্যেশ্য প্রনোদিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ না করলে এর বিরূপ প্রভাব দেশের আত্মসামাজিক অবস্থানের বিগ্ন সৃষ্টি করতে পারে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবজার জেলা সভাপতি আবু মোরশেদ চৌধুরী (খোকা), জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, কক্সবাজার সিভিল সোসাইটির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কানন পাল, হিমছড়ি সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি ও জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা বুড্ডিষ্ট ফেডারেশনের সভাপতি বাবুল বড়ুয়া, সাধারণ সম্পাদক বংকিম বড়ুয়া, সদর বুড্ডিষ্ট ফেডারেশনের সভাপতি মুকুট বড়ুয়া কক্সবাজার চেম্বার অফ কমার্সের পরিচালক ও জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি দিপঙ্কর বড়–য়া, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দীন, জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হক, সদর উপজেলা মানবাধিকার কমিশন এর সহ-সভাপতি মম আহমেদ, আসমাউল হুসনা, সোহরাব হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক এম রাসিব আহমেদ, সাংবাদিক আবদুল আলীম নোবেল, রাশেদুল ইসলাম, মো: আবছার, মহিউদ্দীন, তাজমীর হোসেন চৌধুরী, সাকিব ইমতিয়াজ ছিদ্দীকি, আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আরমান, এডভোকেট রাশেদ, এডভোকেট মুসা, আবদুস সালাম নয়ন, মো: ইসমাঈলপ্রমুখ

পাঠকের মতামত: