মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামায শেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনসাধারণ।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া শহরের নিউ মার্কেটের সামনে মানববন্ধন শেষে বিশাল মিছিলটি শহরের মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন চকরিয়া পৌর দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. ফারুক আজম, তরুণ ব্যবসায়ী মিজানুর রহমান, হুমাইব আজম, মোজাম্মেল, শরিয়ত উল্লাহ,রিপন, শাহজাহান, ছাদেক, সাগর, লিমন । বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষ-ধর্মপ্রাণ মুসল্লীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল-সমাবেশে বক্তারা অবিলম্বে মায়ানমারের মুসলমানদের ওপর গণহত্যা বন্ধের আহবান জানিয়ে সহিসংতা নিরসনে জাতীসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। ###
ছবি আছে। লক্ষ্যারচর বিএনপি।
পাঠকের মতামত: