উখিয়ার দক্ষিন মরিচ্যা মধুঘোনা এলাকায় সম্প্রতি সন্ত্রাসীরা বসত ঘরে হামলা ভাংচুর লুটপাট ও মারধরের ঘটনায় শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় বয়ানুল কোর আন মাদ্রাসা প্রাঙ্গনে হাজী কবির আহম্মদের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। জানা গেছে, দক্ষিন মরিচ্যা মধুঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে নুরুল আলম ড্রাইভার গং এর নিকট থেকে পার্শ্ববর্তী চৌধুরী পাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী মৃত নুর আহম্মদের ছেলে আব্দুল গফুর রতœাপালং মৌজার ১৫ শতক জমি ২২ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করার লক্ষে গত ২৬/০৬/২০১৪ইং একটি লিখিত ষ্টাম্প হয়। আব্দুল গফুর উক্ত লিখিত ষ্টাম্প মূলে টিক সময়ে টাকা পরিশোধ করতে না পারায় জমি রেজিষ্ট্রি করতে ব্যার্থ হয়। এর পর থেকে সে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নুরুল আলম ড্রাইভারকে প্রতিনিয়ত হত্যা করে লাশ ঘুম করার হুমকি ধমকি দিয়ে আসছিল বলে জানা গেছে। এরই সূত্রধরে ১৭ জানুয়ারী একটি মিথ্যা সাজানো দায়েরকৃত মামলায় হাজিরা দিতে কক্সবাজারের বিজ্ঞ আদালতে উপস্থিত হতে গেলে, ওই দিন আব্দুল গফুরের নেতৃত্বে দানু, নুরুল কবির, সোনা মেহের, আব্দুল হালিম বেলাল উদ্দিন, রাশেল, রাজিব বড়–য়া, পলাশ বড়–য়া, আজিম, ফিরোজ সহ সন্ত্রাসীরা ১৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় ধারালো অস্ত্র সশস্ত্র নিয়ে মধুঘোনা এলাকায় অনুপ্রবেশ করে নুরুল আলম ড্রাইভারের অনুপস্থিতিতে তার দীর্ঘ দিনের ভোগ দখলীয় বসত ভিটার ঘেরা টেংরা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বসত ভিটাটি দখলে নেয়ার চেষ্টাকালে বাধা প্রধান করিলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে করিম উল্লাহ, তৈয়বা বেগম, বশির আহম্মদ, সালামত উল্লাহ, কামরুল ইসলাম গুরুতর আহত হয়। এ সময় খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উখিয়া থানা পুলিশের সহকারী – উপপরিদর্শক মোঃ মাসুম ও নাজমুল হুদার নেতৃত্বে একদর পুলিশ ঘটনাস্থলে পৌছে অস্ত্রধারীদের তান্ডব নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনার সাথে জড়িত চৌধুরী পাড়া এলাকার নুরুল কবিরের স্ত্রী সোনা মেহের ও একই এলাকার আব্দুস শুকুরের ছেলে দিদারুল আলমকে ঘটনাস্থল থেকে আটক করে। উক্ত ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারনে উখিয়া থানা পুলিশ মামলাটি নথি ভোক্ত না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয় দেখা দিয়েছে। উক্ত ঘটনার পর থেকে দক্ষিন মরিচ্যার মধুঘোনা নামক এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। নুরুল আলম ড্রাইভার অভিযোগ করে বলেন , সন্ত্রাসীরা আমার বসত ঘরে হামলা ভাংচুর লুটপাট করে ক্ষান্ত না হয়ে ফের আমাকে গুলি করে হত্যার হুমকি ধমকি দিচ্ছে। উক্ত ভাংচুর, হামলা, লুটপাট, ও গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র এলাকার খেটে খাওয়া মানুষের আশ্রয় দাতা ও নির্যাতিত মানুষের প্রিয় নেতা স্থানীয় ইউপি সদস্য এম এ মঞ্জুর আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শামশুল আলম, আওয়ামীলীগ নেতা জয়নাল উদ্দিন বাবুল, মহিলা ইউপি সদস্যা সাজেদা আক্তার বুলবুল, নুরুল আলম ড্রাইভার, ডাঃ ফরিদ, নুরুল আজিম ড্রাইভার, জাহাঙ্গীর আলম, রশিদ আহম্মদ, গুরা মিয়া প্রমূখ। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি আগামী এক সাপ্তাহের মধ্যে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও সন্ত্রাসীদেরকে এলাকা ছেড়ে অন্যত্রে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। অন্যতায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা তাদেরকে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে হস্তান্তর করা হবে। আর ভিন্ন এলাকা থেকে আমার এলাকায় এসে কেউ যদি তান্ডব চালানোর চেষ্টা করে তা হলে তার পরিনাম ভয়াবাহ হবে হুশিয়ারী উচ্চারন করেন তিনি।
####################
উখিয়ায় সন্ত্রাসী কায়দায় বসত ভিট দখলের অপচেষ্টা
উখিয়া প্রতিনিধি :::
উখিয়ায় সন্ত্রাসী কতৃক বসত ভিটা দখলের অপচেষ্টা চালিয়েছে স্থানীয় দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে। জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা বাঘঘোনা নামক এলাকার ছৈয়দ নুরের তালাক প্রাপ্ত স্ত্রী জো¯œা আক্তারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা একই এলাকার ছৈয়দ নুরের ছেলে মাহমুদুল হকের ক্রয়কৃত বসত ভিটা ভাংচুর লুটপাট চালিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ সময় প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা মাহমুদুল হককে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। মাহমুদুল হক প্রতিবেদককে অভিযোগ করে বলেন স্থানীয় জামাল ও এনামের সহযোগিতায় এ হামলার ঘটনাটি ঘটেছে। উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ছৈয়দ নুর অভিযোগ করে বলেন, জো¯œা আক্তার আমার তালাক প্রাপ্ত স্ত্রী, আমার ও আমার ছেলের বসত ভিটায় সন্ত্রাসী ভাড়া করে সে তান্ডব চালানোটা দুঃখ জনক। তাকে উপজেলা ভাইচ চেয়ারম্যান সোলতান মাহমুদের উপস্থিতিতে ৭৫ হাজার টাকা ক্ষতি পূরণ দিয়ে তাকে তালাক দিয়ে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছি। এর পরেও এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও ভুমিদস্যুদের সাথে সে গভীর সর্ম্পক গড়ে তোলে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হয়রানি করার ক’মানসে গতকালকের এ তান্ডবের অংশ বলে আমি মনে করি। আমি এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজারের পুলিশ সুপার ও উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়েরকে অনুরোধ জানান। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেন।
################
উখিয়ায় মাদক সহ ব্যবসায়ী আটক
উখিয়া প্রতিনিধি :::
উখিয়ার মৌলভী পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার ভোর রাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরন করেছেন। আটককৃত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত মোঃ শফির ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল হক বলে জানা গেছে। উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ মাঈন উদ্দিন তার আটকের সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাসি চালিয়ে ১২ বোতল মিয়ানমারের তৈরি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পাঠকের মতামত: