সংবাদ বিজ্ঞপ্তি ঃ
লড়াই সংগ্রামের সুতিকাগার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট কক্সবাজার জেলা কর্তৃক মাসব্যাপী পুর্ব ঘোষিত কর্মসুচী সফল করার লক্ষে প্রস্তুতিমূলক কর্মীসভা ২২ জুলাই শনিবার বিকাল ৫টায় জাতীয় যুব জোট কক্সবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক রমজান আলী সিকদারের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন- মাদক, দুর্নীতি, জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠনে হাসানুল হক ইনুর হাতকে শক্তিশালি করতে জাতীয় যুব জোটের পতাকাতলে সমবেত হয়ে মাসব্যাপী মাদক ও দুর্নীতির বিরুদ্ধে মশাল মিছিল, পথসভা ও বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানানো হয়। সভায় আগামী ৫ আগষ্ট শনিবার বিকাল ৫টায় জেলা জাসদ কার্যালয় হতে যুব জোটের মশাল মিছিল ও পথ সভা, ১২ আগষ্ট জাতীয় শোক দিবস পালন ও বিক্ষোভ মিছিল, ১৯ আগষ্ট মানববন্ধন, ২৬ আগষ্ট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় যুব জোট কক্সবাজার জেলা সহ-সভাপতি আবদুর রহিম, সাংবাদিক এম শাহজাহান চৌধুৃরী শাহীন, সাংবাদিক এম. ওসমান গনি, মোঃ আজম, অর্থ সম্পাদক দিদারুল আলম দিদার, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী, মোঃ জাকের হোছাইন, হাবিবুর রহমান, মোঃ আব্বাস, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, উখিয়া উপজেলা যুব জোট সভাপতি একরামুল হক কন্ট্রাক্টর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, যুব জোট নেতা রুবেল হোসেন রানা, মোঃ আমান, শুভ দাশ, বোরহান উদ্দিন, মোঃ রুবেল হোছেন রানা, খাইরুল ইসলাম অভি, মোঃ আবদুল্লাহ আল নোমান, বশির আহম্মদ, মোঃ ইমরান, মো আরিফ উল্লাহ, আবদু শুক্কুর বাবুল, রিয়াজ উদ্দিন, মহি উদ্দিন, মিজানুর রহমান, মোঃ জাবেদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ তারেক জিয়া, সোহেল, মোহাম্মদ শাহ প্রমুখ নেতৃবৃন্দ।
পাঠকের মতামত: