ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ী ইউপি চেয়াম্যানের মুক্তির দাবীতে কাল মঙ্গলবার বিশাল মানব বন্ধন

ছালাম কাকলী ঃ মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাস্টার মোহাম্মদ উল্লাহ নি:শর্তে মুক্তির দাবীতে মঙ্গলবার মাতারবাড়ীর নাগরিক কমিটির উদ্যোগে মানব বন্ধনসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচিও পালন করার সিন্ধান্ত নিয়েছেন।

গত ১৫ আগষ্ট মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা জিয়াবুলকে সন্ত্রাসীরা দিন-দুপুরে এলো-পাতাড়ি কুপিঁয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী নয়ন মুক্তা বাদী হয়ে ১৮ আগষ্ট মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ কে প্রধান আসামী করে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চেয়ারম্যান কে এ ঘটনায় আসামী করায় স্থানীয় লোক জনের মাঝে দেখা দেয় চরম ক্ষোভ। পরর্তীতে চেয়ারম্যান হাই কোটের নির্দ্দেশে নি¤œ আদালাতে গিয়ে জামিনের প্রার্থনা করলে তাঁর জামিন না মঞ্জুর করে আদালত জেলে প্রেরণ করেন। তিনি জেলে যাওয়ার পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা চরম অবনতিও ঘটে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান- ১ মুজিব ও আওয়ামীলগ নেতা রিয়াজ উদ্দিন মেম্বার জানান, চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ ও নিহত জিয়াবুলের পরিবার এক সূত্রে গাতা। কিন্তু হংস মিয়াজী পাড়ার দানু নামের এক ইয়াবা ব্যবসায়ীকে পরিষদে ডেকে এনে মারধর করার জের দরে ইউনিয়ন পরিষদের এক সদস্যের নির্দেশে ১ জুন রাতে এক দল সন্ত্রাসী আব্দুল মালেক নামের এক চৌকিদারের ঘরে হামলা চালিয়ে সর্বস্ব লোট করে নিয়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান মামলা করতে গেলে অদৃশ্য শক্তির ইশারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা নেন নি। এরই ফাঁকে পূর্ব সূত্রের জের ধরে এক দল সন্ত্রাসী জিয়াবুলকে হত্যা করার ঘটনায় চেয়ারম্যান কে কিছু স্বার্থন্বেষী মহলের ইশারায় মামলা করায় এলাকায় চলছে চরম ক্ষোভ। ফলে চেয়ারম্যানের নি:শর্তে মুক্তির দাবীতে নাগরিক কমিটির উদ্যোগে মঙ্গলবার মানব বন্ধন করার সিন্ধান্ত নিয়েছেন।

 

পাঠকের মতামত: